বেগুনের ঢলে পড়া রোগটি ক্যান্সারের মতো প্রভাব বিস্তার করেঃড. খলিলুর রহমান ভূঁইয়া


হাটহাজারী প্রতিনিধি    |    ০৮:৫৭ পিএম, ২০২০-১১-২৮

বেগুনের  ঢলে পড়া রোগটি ক্যান্সারের মতো প্রভাব বিস্তার করেঃড. খলিলুর রহমান ভূঁইয়া

চট্টগ্রামের হাটহাজারী আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ খলিলুর রহমান ভূঁইয়া বেগুনের মাঠ পর্যায়ে ঢলে পড়া রোগটি ক্যান্সারের মতো প্রভাব বিস্তার করে। ফলে কৃষকরা প্রতি বছর মারাত্মক অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হয়। ঢলে পড়া রোগটি মূলত মাটি বাহিত যা ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়াকে দমন করতে আমাদের বৈজ্ঞানিক কর্মকর্তারা অক্লান্ত পরিশ্রম করে পরিবেশ বান্ধব নভেল বেসিলাস তৈরি করেছেন। যা ঢলে পড়া রোগের জন্য অতান্ত কার্যকর। এই নিরাপদ বিষমুক্ত কৃষিবান্ধব উপায়ে বেগুনের ঢলে পড়া রোগ নিয়ন্ত্রণ করতে নভেল বেসিলাস এর প্রয়োগ করে ঢলেপড়া রোগ নিয়ন্ত্রণ করা খুবই সহজ। শনিবার ২৮ নভেম্বর হাটহাজারী আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের উদ্যানতত্ত্ব সেমিনার কক্ষে  কৃষক প্রশিক্ষণ সেমিনারে এ কথা বলেন।  
বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ মোক্তাদির আলম এর সভাপতিত্বে বৈজ্ঞানিক সহকারি আলাউদ্দিন আল আজাদের সঞ্চালনায় কর্মসূচির পরিচালক ও ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ তোফাজ্জল হোসেন রনি নভেল বেসিলাস উপর বিভিন্ন এলাকা থেকে আসা ৩০ জন কৃষকদের মাঝে মুল প্রবন্ধ তুলে ধরেন। 
এসময় প্রশিক্ষক হিসেবে অংশনেন ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. জামাল উদ্দিন, বৈজ্ঞানিক কর্মকর্তা মো. পানজারুল হক প্রমূখ।অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি একটি প্রতিনিধি দল দুই জন কৃষককের হাতে সার, ইমো অন্যান্য কৃষি সামগ্রী তোলে দেন