CRI আয়োজিত Let's talk অনুষ্ঠানে পাহাড়ের একক প্রতিনিধিত্ব করলেন সাজিদ


নিজস্ব প্রতিবেদক    |    ১১:৫১ পিএম, ২০২০-০৯-০৫

CRI আয়োজিত Let's talk অনুষ্ঠানে পাহাড়ের একক প্রতিনিধিত্ব করলেন সাজিদ

৪-৬ সেপ্টেম্বর সেন্টার ফর রিসার্চ এন্ড ইনফরমেশন (সিআরআই) এবং তারুণ্যের সর্ববৃহৎ প্লাটফর্ম ইয়ং বাংলা আয়োজন করেছে লেট'স টক। এবারের লেট'স টক মূলত সাজানো হয়েছে কোভিড-১৯ রিকোভারি: ইয়ুথ ডেভেলপমেন্ট ঘিরে।
তিনদিনব্যাপী আয়োজনে প্রতিদিনই একাধিক বিষয়বস্তুর উপর আলোচনা করে তরুণদের সম্পৃক্ত করে যুগোপযোগী কার্যকর সব সমাধান বের করে আনার প্রয়াস এবারের লেট'স টক।

৪ঠা সেপ্টেম্বর সকাল ১০টায় ভার্চুয়াল প্লাটফর্ম ব্যবহার করে আনুষ্ঠানিক উদ্ভোধনের সময় বর্তমান সরকারের গৃহীত নানা পদক্ষেপ এবং তরুণবান্ধব রাষ্ট্রপ্রধান শেখ হাসিনা ও তাঁর সামগ্রিক কর্মযজ্ঞে তরুণদের প্রাধান্য দেয়ার বিষয়টি স্পষ্টভাবে ফুটে উঠেছে। বাংলাদেশ আওয়ামী লীগ এর নির্বাচনী ইসতেহারে তারুণ্যের জয়গান এর ওয়াদা করেছেন বঙ্গবন্ধু কণ্যা। দেশের মোট জনসংখ্যার অধিকাংশই তরুণ তাই তারুণ্যের চিন্তাভাবনা ও তরুণদের মাঝে যে কর্মস্পৃহা তা কাজে লাগানোর মাধ্যমেই সামগ্রিক উন্নয়নের দিকে নজর দেশের নীতিনির্ধারকদের।

পাহাড়ের একক প্রতিনিধি হিসেবে এই আয়োজনে দ্বিতীয়দিনে যুক্ত হয়েছিলেন রাঙামাটির সফল স্বেচ্ছাসেবী সংগঠক ও সিএইচটি টাইমস টোয়েন্টিফোরের নিজস্ব প্রতিবেদক সাজিদ-বিন-জাহিদ (মিকি)।

আয়োজনের দ্বিতীয় দিনে আলোচনায় INVESTING IN YOUTH HEALTH AND SPORTS: POST COVID19 WELLBEING শিরোনামে অন্যান্য আলোচকদের মাঝে রাঙামাটির প্রতিনিধিত্বকারী সাজিদ কথা বলেছেন করোনাকালীন সময়ে পাহাড়ের তরুণদের গৃহীত নানা পদক্ষেপ এবং করোনা পরবর্তী সময়ে তাদের সম্পৃক্ততা নিয়ে। এসময় করোনাকালীন সময়ে পাহাড়ের তরুণ স্বেচ্ছাসেবকেরা কিভাবে প্রশাসনের পাশাপাশি ফ্রন্টলাইনে কাজ করে গিয়েছে সেই বিষয়ে আলোকপাত করেন সাজিদ।  

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি হাসপাতালের হেপাটোলজি বিভাগের চেয়ারম্যান ডা: মামুন আল মাহতাব এর সঞ্চালনায় এতে প্রবন্ধ উপস্থাপন করেন, UNFPA এর হুমাইরা ফারহানাজ ও ইয়ং বাংলার সমন্বয়ক ইফাত আরা পারভীন। এতে অতিথি ছিলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মন্ত্রী জাহিদ হাসান রাসেল এমপি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ডিজি ডা. শাহাদাত হোসেন মাহমুদ, জাতীয় মানসিক হাসপাতালের অধ্যাপক ডা. হেলাল উদ্দিন, বাংলাদেশ জাতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক রুমানা আহমেদ।