সালিশি বৈঠকের মাধ্যমে বাঘাইছড়িতে নারী পেটানোর ঘটনার সমাধান!


নিজস্ব প্রতিবেদক    |    ১০:২৪ পিএম, ২০২০-০৯-০৫

সালিশি বৈঠকের মাধ্যমে বাঘাইছড়িতে নারী পেটানোর ঘটনার সমাধান!

বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা ইউনিয়নের মহাজন পাড়ায় জমিতে ঘাস কাটার অপরাধে পেয়ারা বেগম(৪০) নামে এক নারীকে বেদম মারধর করার ঘটনাটি সালিশি বৈঠকের মাধ্যমে সমাধান করা হয়েছে বলে জানা গেছে। শনিবার বাঘাইছড়ি উপজেলা পরিষদ রেস্ট হাউজে বিকাল সাড়ে ৪টায় আয়োজিত ১ ঘন্টাব্যাপী উক্ত সালিশি বৈঠকে স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গের উপস্থিতিতে আইনী প্রক্রিয়া ছাড়া ঘটনাটির সমাধান করা হয়।

সূত্রে জানা যায়, বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আল মামুনের সভাপতিত্বে বৈঠকে সর্বসন্মতিক্রমে হামলাকারী আবুধন চাকমাকে সকলের নিকট পা ধরে ক্ষমা চাওয়ানো হয়। জুতা পিটা করা হয়। পিয়ারা বেগমের চিকিৎসা খরচ বাবদ নগদ ৪০০০টাকা জরিমানা আদায় করা হয় এবং ভবিষ্যতে এমন অপরাধ না করার জন্য লিখিত মুচলেকা গ্রহণ করা হয়।

উক্ত বৈঠকে আরো উপস্থিত ছিলেন, মারিশ্যা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মানব জ্যোতি চাকমা, সাবেক চেয়ারম্যান তন্তু মনি চাকমা, স্হানীয় ৫ নং ওয়ার্ড মেম্বর জ্ঞান রায় চাকমা, বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আলী হোসেন, বাঘাইছড়ি উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুল কাইয়ুমসহ উভয় পক্ষের ৩৫ জন মানুষ।

প্রসঙ্গত, ৪ সেপ্টেম্বর শুক্রবার মহাজন পাড়া গ্রামের মৃতঃ হংশু চাকমার ছেলে আবুধন চাকমা (৩৫) জমিতে ঘাস কাটার অপরাধে পেয়ারা বেগমকে বেধড়ক পেটায়। পরে আহত অবস্থায় ওই নারীকে উদ্ধার করে উপজেলা সদর হাসপাতালে ভর্তি করে তার স্বজনরা।