হাটহাজারীর ঐতিহ্যবাহী মাছ বাজারে উন্নতজাতের মাছ নেই


হাটহাজারী প্রতিনিধি    |    ০১:৩২ এএম, ২০২০-১১-২৪

হাটহাজারীর ঐতিহ্যবাহী মাছ বাজারে উন্নতজাতের মাছ নেই

হাটহাজারী পৌর সদরের আলোচিত বাজারটি সিন্ডিকেট মাছ ব্যবসায়ীদের হাতে জিম্মি থাকায় এখানে বিভিন্ন জাতের মাছ চোখে পড়ে না। এক সময় সদরের মাছ বাজারে বিভিন্ন রকমের মাছ বেচা কেনা করতে দেখা যেতো কিন্ত এখন গ্রামের সেই সব মাছ চোখে পড়ে না এই বাজারে। গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ীরা জানান, কলেজ গেইট প্রবাসীদের পরিচিত বউ বাজার আর সদর বাজারে মাছ গ্রাম থেকে বিক্রি করতে এলে রাস্তায় টানাটানি শুরু হয় আমরা বাধ্য হয়ে তাদের কাছে একেবারে কম দামে মাছ বিক্রি করে চলে যেতে হয়। না হয় বাজারে মাছ বিক্রি করতে পারি না। যার কারনে এখন আমরা সদরের এ সব বাজারে মাছ বিক্রি করতে আসতে ইচ্ছে হয় না। সিন্ডিকেট চক্রের লোকজন ভোর সকাল থেকে বসে থাকবে কেউ গ্রাম থেকে মাছ নিয়ে আসলে তার মাছ গুলো তাদের কাছে বিক্রি করতে হবে না।   

উপজেলার লালিয়ার হাট বাজার যেখানে রযেছে  বিশাল মাছের হাট এখানে দুরদুরান্ত থেকে মাছ ক্রয় ও বিক্রি করতে আসেন বেশি ভাগ ক্রেতা ও বিক্রেতা। অথছ মানুষের ঘনবসতি এলাকা সদরের বসবাসকারী বহু পরিবার, বিভিন্ন অফিস আদালত,ব্যাংক, বীমা,বহুতল ভবন,বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান,ব্যবসা বাণিজ্য সদরের মুল কেন্দ্র, শপিং সেন্টার এবং প্রবাসীদের হাজার হাজার পরিবারের বসবাস সেখানে নেই ভালো একটি মাছের বাজার সদরের মাছের বাজারটি অনেক ছোট হলে বেশি ভাগ ব্যবসায়ী রাস্তায় বসে মাছ বিক্রি করে থাকেন। সরেজমিনে বাজার ঘুরে দেখা যায়, সদর বাজারের ঐতিহ্য থাকলেও মাছ বাজারের সিন্ডিকেট সমস্যা গুলো এখনো বহাল তবিয়তে রয়েছে। এখানে নানাজাতের মাছ বেচাকেনা থাকলেও বর্তমানে সিন্ডিকেট ব্যবসায়ীদের কারনে বিভিন্ন স্থানের ছোট বড় মাছ ব্যবসায়ীরা এখানে মাছ বিক্রি করতে আসে না। 

ঐতিহ্যবাহী হাটহাজারী সদর পৌর বাজারে এখন মাছের বাজার নেই বললেও চলে। বাজারের মাছ বিক্রি করার জন্য তৈরি সেট গুলোতে মুরগি আর ফরিয়াদী সিন্ডিকেট মাছ ব্যবসায়ীদের হাতে জিম্মি হয়ে পড়েছে। শুধু তাই নয় ব্যবসায়ী চক্রটি তাজা মাছের সাথে পচা মাছ মিশিয়ে দিয়ে বিক্রি করার অভিযোগ ও রয়েছে। সরকারের নিষেধাজ্ঞা থাকা সত্তেও মাছ বাজারে অহরহ ফরমালিন ব্যবহার করার অভিযোগও পাওয়া গেছে। ভাল মাছের
সাথে পচাঁ মাছ মেশানো, ড্রামভর্তি পানিতে ভিজিয়ে রেখে মাছ বিক্রির ঘটনায় কেউ প্রতিবাদ করতে চাইলে ফড়িয়াদের নিকট উল্টো ক্রেতারা নাজেহালের শিকার হতে হয়। 

গৃহিনি নাজমুল আক্তার বলেন,দুঃখের বিষয় হচ্ছে ঐতিহ্যবাহী হাটহাজারীর পৌর সদরের মাছ বাজারে ভালো জাতের মাছ পাওয়া যায় না।  গৃহিনি নাজমুল আকতার বলেন,এই বাজারে ভালো জাতের মাছ পাওয়া যায় না

উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন বলেন,মাছ বাজার আছে তার পরেও ব্যবসায়ীরা রাস্তার পাশে বসে মাছ বিক্রি করছে। বার বার উচ্ছেদ করার পরও কিছু ব্যবসায়ী রাস্তার পাশে বসে মাছ বিক্রি করছে। দেখা যাক, মাছ বাজারটি কি ভাবে সংস্কার করা যায় যাতে ব্যবসায়ীরা রাস্তায় বসে মাছ বিক্রি করতে না হয়