রাজস্থলীতে কোয়ান্টামের উদ্যোগে শীতবস্ত্র  বিতরণ 


কামরুল ইসলাম ফয়সাল    |    ০১:০১ পিএম, ২০২৫-০২-০৪

রাজস্থলীতে কোয়ান্টামের উদ্যোগে শীতবস্ত্র  বিতরণ 

রাঙ্গামাটি জেলার রাজস্থলী  উপজেলার ১ নং ঘিলাছড়ি ইউনিয়নের নূরুল উলুম  নুরানী মাদ্রাসায় রাজবিলা এনজিও কোয়ান্টামের পক্ষ থেকে ১০০ জন শিক্ষক ও শিক্ষার্থীর মাঝে  কম্বল বিতরণ করা হয়েছে। 

   

সোমবার ৩ ফ্রেবরুয়ারী  সকালে কোয়ন্টামের পক্ষে  রাজস্থলী বাজার মসজিদের খতিব মাওলানা নুরুক হক অত্র রাজস্থলী বাজারস্থ নুরুল উলুম  নুরানী মাদ্রাসায় শিক্ষক- শিক্ষার্থীদের মাঝে কম্বল  বিতরণ করেন। 

 

এ সময় বাজার মসজিদের সভাপতি আব্দুর শুক্কুর,মাদ্রাসার সদস্য নাজের সওদাগর,ইউনুস সওদাগর,মাদ্রাসার শিক্ষক বৃন্দ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

কোয়ান্টাম সংস্থার পক্ষ থেকে জানানো হয়, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এমন কার্যক্রম আরও থাকবে বলে তারা প্রতিশ্রুতি দেন।