বান্দরবানের লামায় ৭ শ্রমিককে অপহরণের পর মুক্তিপণ দাবি


নিজস্ব প্রতিবেদক    |    ০৮:২৩ পিএম, ২০২৫-০২-০২

বান্দরবানের লামায় ৭ শ্রমিককে অপহরণের পর মুক্তিপণ দাবি

বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নে ৭ শ্রমিককে অপহরণের পর মুক্তিপণ দাবি করছে দুর্বৃত্তরা। শনিবার (১ জানুয়ারি) রাতে সরই ইউনিয়নের লুলাইং এলাকায় আমবাগানে এ ঘটনা ঘটে। মোবাইলের নেটওয়ার্কবিহীন দুর্গম এলাকা হওয়ার কারনে অপহৃত শ্রমিকদের নাম ঠিকানা পাওয়া যায়নি। 


স্থানীয়রা জানান, সরই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড লেমুপালং এলাকার আমবাগান থেকে শনিবার গভীর রাতে কাঠ কাটার সময় ৭ শ্রমিককে অপহরণ করে সন্ত্রাসীরা। পরবর্তীতে অপহৃত শ্রমিকদের পরিবারের কাছ থেকে এক লক্ষ টাকা করে মুক্তিপণ দাবি করে। এসব শ্রমিকরা বিভিন্ন এলাকা থেকে সরই ইউনিয়নে এসে কাঠ কাটার শ্রমিক হিসেবে কাজ করে। এদিকে অপহরণের খবর পেয়ে শ্রমিকদের উদ্ধারে যৌথবাহিনী অভিযান শুরু করেছে। 


সরই ইউনিয়নের চেয়ারম্যান ইদ্রিস কোম্পানি বলেন, আমবাগান এলাকা থেকে সন্ত্রাসীরা ৭ শ্রমিককে অপহরণ করে মুক্তিপণ দাবী করেছে বলে শুনেছি। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।  


লামা উপজেলার ক্যজু পাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক আতিকুর রহমান বলেন, শুনেছি ৭ জন শ্রমিককে সন্ত্রাসীরা অপহরণ করেছে। ঘটনাস্থলের দিকে যাচ্ছেন। পরে বিস্তারিত জানানো যাবে। 


গত ১৪ জানুয়ারী একই এলাকা থেকে ৭ জন শ্রমিককে অপহরণ করে ১ লাখ নব্বই হাজার টাকা মুক্তিপণ দাবি করে সন্ত্রাসীরা। পরে যৌথবাহিনী অভিযান পরিচালনা করে ১৯ ঘন্টা পর ৭ শ্রমিককে অক্ষত অবস্থায় উদ্ধার।