নিজস্ব প্রতিবেদক | ০৮:০৬ পিএম, ২০২৫-০২-০১
রাঙামাটি পার্বত্য জেলার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ অর্গানাইজেশন ফর ইউনিটি ট্রাস্ট অ্যান্ড হেল্প (ইয়ুথ) এর ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালন করেছে সংগঠনটি। শনিবার সকালে রাঙামাটি শিশু একাডেমি মিলনায়তনে শহরের বিভিন্ন বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার পর অনুষ্ঠিত আলোচনা সভা, পুরস্কার ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি সদর জোন কমান্ডার লে. কর্নেল এরশাদ হোসেন চৌধুরী পিএসসি।
গেস্ট অব অনার ছিলেন অধিনায়ক ৬০ বেঙ্গল লে. কর্নেল জুনাঈদ উদ্দিন শাহ চৌধুরী এসইউপি, পিএসসি। বিশেষ অতিথি ছিলেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, জেলা ক্রীড়া সংস্থার সাবেক অতিরিক্ত সাধারণ সম্পাদক আবু সাদাৎ মো. সায়েম, সাবেক প্যানেল মেয়র রবিউল আলম রবি, সাবেক কাউন্সিলর রবিউল আলম রবি, আসবাবপত্র ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক তারেক আহমেদ।
ইয়ুথের সভাপতি ম্যারিলিন এনি মারমার সভাপতিত্বে, পরিচালক ইকবাল হোসেন ও সহ-সভাপতি জসীম উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য শুভেচ্ছা রাখেন, সংগঠনের আজীবন সদস্য হেলাল উদ্দিন, পরিচালক আমজাত হোসেন ও ফজরুল ইসলাম। এসময় স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের পাশাপাশি সংগঠনটির সদস্যরা উপস্থিত ছিলেন।
বক্তব্যে অতিথিরা বলেন- ইয়ুথের ভিত অনেক শক্ত তাই ৯বছর যাবৎ টিকে আছে। ২০১৬ সালে ২১জন শিশুকে নিয়মিত শিক্ষা উপকরণ বিতরণের উদ্যোগ নিয়ে যাত্রা শুরু করলেও ৯বছরে এসে তারা ৭১জন শিশুকে সহযোগিতা করছে। বক্তারা সংগঠনটির অন্যান্য কাজের প্রশংসা করেন এবং আগামীতে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
আলোচনা সভার পর চিত্রাংকন প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী সহ অংশগ্রহণকারী সকলের মাঝে পুরস্কার ও ৭১জন সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এরপর প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন অতিথিরা।
নিজস্ব প্রতিবেদক : পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্যসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ বলেছেন, এ দেশের তারুণ্য ও ছাত্রসমাজ বারে বারে প্রমা...বিস্তারিত
কামরুল ইসলাম ফয়সাল : রাঙ্গামাটি পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি বাঙালি বড় দুইটা সম্প্রদায়ের বসবাস। সাংবিধানিক যে প্রতিষ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) মুক্তিযুদ্ধ কর্ণারের ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে শারিরীক শিক্ষা বিভাগের আয়োজ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : গাজীপুরে আওয়ামী সন্ত্রাসীদের হাতে শহীদ হওয়া কাশেমের আত্মার মাগফিরাত কামনা, ফ্যাসিস্ট আওয়ামী ল...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2025 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited