আলমগীর মানিক | ০৫:৫৯ পিএম, ২০২৫-০১-৩০
আলমগীর মানিক
বিগত আওয়ামী ফ্যাসিবাদের সময় শাজাহান খান নামক চাঁদাবাজ সন্ত্রাসীরা পরিবহণ সেক্টরকে ধ্বংস করে দিয়েছে। সাধারণ পরিবহণ শ্রমিকদের ভাগ্যোন্নয়নে কোনো উদ্যোগ নানিয়ে প্রতিনিয়তই ব্যাপক চাঁদাবাজি আর দখল বানিজ্য করে শ্রমিক সংগঠনগুলোকে চরম বিপর্যয়ের মধ্যে ফেলে দিয়েছে তাইতো বর্তমানে শ্রমিকদের পরিবারগুলো অর্ধাহারে অনাহারে দিনানিপাত করছে মন্তব্য করে রাঙামাটির ট্রাক শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ বলেছেন খেটে খাওয়া শ্রমিকদের অধিকার আদায়ে বর্তমানে সকল সেক্টরের শ্রমিকদের ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই।
বৃহস্পতিবার রাঙামাটি পার্বত্য জেলা ট্রাক, মিনিট্রাক, পিকআপ শ্রমিক ইউনিয়নের মৃত্যুবরণকারি ৬জন শ্রমিক পরিবারের সদস্যদের মাঝে অনুদানের অর্থ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য প্রদানের সময় নেতৃবৃন্দ এসব কথা বলেন। রাঙামাটি ট্রাক টার্মিণালে আয়োজিত এই অনুষ্ঠানে জেলা ট্রাক, মিনিট্রাক, পিকআপ শ্রমিক ইউনিয়নের সভাপতি এটিএম হাসমত উল্লাহর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সিরাজের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় শ্রমিক ফেডারেশনের সেক্রেটারি ওয়াজুল্লাহ,রাঙামাটি পার্বত্য জেলা ট্রাক, মিনিট্রাক, পিকআপ শ্রমিক ইউনিয়নের উপদেষ্ঠা আবুল হাশেম, ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক আকাশ, মিনি ট্রাক সমিতির সভাপতি নুরুজ্জামান, নগর শ্রমিকদলের সভাপতি ইদ্রিস হাওলাদার, ট্রাক চালক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক হাছান, সাবেক সাধারণ সম্পাদক আলী আকবর আবু ও মোস্তাফিজুর রহমান প্রমুখ।
আলোচনায় রাঙামাটির শ্রমিক নেতৃবৃন্দ বলেন, আনারসের রাজধানীখ্যাত রাঙামাটির নানিয়ারচর উপজেলা জেলার বাইরে থেকে ট্রাক না এনে রাঙামাটির ট্রাকগুলোর মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে আনারস কাঠাল পরিবহণের দাবি তুললে বিষয়টি নিয়ে নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি ও মিনি ট্রাক সমিতির নেতা নুরুজ্জামান বিষয়টি গুরুত্বের সাথে দেখার আশ^াস প্রদান করেন। এছাড়াও ট্রাক, মিনি ট্রাক ও পিকআপ সমিতির চালক শ্রমিকদের কল্যাণে ও অধিকার আদায়ে একাধিক সংগঠন না করে একই সংগঠনের আওতায় আনার দাবিও তুলে ধরেন।
অনুষ্ঠানের শেষে সংগঠনের মৃত্যুবরণকারি সদস্য মোঃ আব্দুল মোতালেব, শফিউল আলম, মোঃ মান্নান, বাবু রাজুকর বিশ^, মোঃ জামাল ও মোঃ সেলিম এর পরিবারের সদস্যদের নিকট সংগঠনের পক্ষ থেকে এককালীন মৃত্যু ফান্ডের ৫০ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়।
নিজস্ব প্রতিবেদক : পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্যসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ বলেছেন, এ দেশের তারুণ্য ও ছাত্রসমাজ বারে বারে প্রমা...বিস্তারিত
কামরুল ইসলাম ফয়সাল : রাঙ্গামাটি পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি বাঙালি বড় দুইটা সম্প্রদায়ের বসবাস। সাংবিধানিক যে প্রতিষ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) মুক্তিযুদ্ধ কর্ণারের ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে শারিরীক শিক্ষা বিভাগের আয়োজ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : গাজীপুরে আওয়ামী সন্ত্রাসীদের হাতে শহীদ হওয়া কাশেমের আত্মার মাগফিরাত কামনা, ফ্যাসিস্ট আওয়ামী ল...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2025 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited