রাঙামাটিতে পৌর জামায়াতের সাথে সাংবাদিকদের মতবিনিময়


নিজস্ব প্রতিবেদক    |    ০৯:৩২ পিএম, ২০২৫-০১-২৮

রাঙামাটিতে পৌর জামায়াতের সাথে সাংবাদিকদের মতবিনিময়

রাঙামাটি পৌর জামায়াতে ইসলামী নেতৃবৃন্দের সাথে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারী) সন্ধ্যায় সংগঠনটির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল আলিম।

সভায় আমির বলেন, দ্বীনের জন্য, ইসলামের জন্য আমরা সাধ্যমতো কাজ কররো। দুনিয়ার জীবনটা যত পরিছন্ন থাকবে, আখিরাতের জীবন তত স্বচ্ছ হবে।

আমির গণমাধ্যমকর্মীদের উদ্দ্যেশে বলেন, আপনারা ন্যায়-অন্যায় পার্থক্যটা তুলে ধরুন। সত্যটাকে তুলে ধরুন। এটাও আপনাদের নৈতিক দায়িত্ব। জামায়াত সত্য ও ন্যায়ের পথে রয়েছে। ইনসাফ রাষ্ট প্রতিষ্ঠায় জামায়াত কাজ করছে।

রাঙামাটি পৌর জামায়াতের আমির মো. মাঈনুদ্দীনের সভাপতিত্বে এসময় সেক্রেটারী হাফেজ আবুল বাশার, এসিসট্যান্ট সেক্রেটারী এ্যাডভোকেট রহমত উল্লাহ, রাঙামাটি শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, এবং রাঙামাটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।