রাঙামাটি চেম্বারের নেতৃত্বে মামুন,আলী বাবর ও নেছার; বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত


আলমগীর মানিক    |    ০৪:২৭ পিএম, ২০২৫-০১-২৮

রাঙামাটি চেম্বারের নেতৃত্বে মামুন,আলী বাবর ও নেছার; বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত

পার্বত্য রাঙামাটির ব্যবসায়িদের শীর্ষ সংগঠন রাঙামাটি চেম্বার অব কমার্সের দ্বি-বার্ষিক নির্বাচনে বিনা প্রতিদ্বন্ধিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন। 

এতে একই সাথে বিনা প্রতিদ্বন্ধিতায় সিনিয়র সহ-সভাপতি হিসেবে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আলী বাবর ও সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন হোটের প্রিন্সের স্বত্তাধিকারী নেছার আহাম্মেদ। 

২৮ জানুয়ারী রাঙামাটি চেম্বার কমার্সের দ্বিতীয় দফায় অনুষ্টিত হওয়া নির্বাচনে তারা নির্বাচিত হয়েছেন। এরআগে গত ১৪ ই জানুয়ারী ১৭১ সদস্যের রাঙামাটি চেম্বারে প্রথম স্তর নির্বাচনে ২১টি পরিচালক পদে ২০জন মনোনয়ন ফরম সংগ্রহ করেন। 

২৭শে জানুয়ারী চেম্বার পরিচালনা বোর্ডের জন্য ২০ জন বিনা প্রতিদ্বন্ধিতায় পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন জানিয়ে রাঙামাটি চেম্বার অব কমার্সের সচিব মোঃ সাব্বির আহাম্মেদ জানান, ২৮ শে জানুয়ারী চেম্বারের ২০জন পরিচালকের মধ্য থেকে সভাপতি, সিনিয়র সহসভাপতি ও সহসভাপতি পদে মাত্র তিন জন মনোনয়নপত্র সংগ্রহ করেন। 

এতে আর কোনো প্রতিদ্বন্ধি প্রার্থী না থাকায় সভাপতি পদে অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, সিনিয়র সহ-সভাপতি হিসেবে আলী বাবর ও সহ-সভাপতি নেছার আহাম্মেদ বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন।

চেম্বারের সচিব জানিয়েছেন, ২৯ শে জানুয়ারী বুধবার আনুষ্ঠানিকভাবে চেম্বারের পক্ষ থেকে নির্বাচিতদের সকলের তথ্য প্রকাশ করা হবে।