নানিয়ারচরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা 


নিজস্ব প্রতিবেদক    |    ০৪:০৩ পিএম, ২০২৫-০১-২৮

নানিয়ারচরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা 

রাঙামাটির নানিয়ারচরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আমিমুল এহসান খান।


এসময় নানিয়ারচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. ইয়াছির আরাফাত মজুমদার, উপজেলা বিএনপি সভাপতি মো. নুরুজ্জামান, জোন প্রতিনিধি শেখ মুরাদ হাসান, থানা প্রতিনিধি মো. সোজাউদ্দৌলা সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে পাহাড়ে নানা উত্তেজনা থাকলেও নানিয়ারচর ছিলো শান্ত। উপজেলা নির্বাহী অফিসার তার দক্ষতা ও কৌশল কাজে লাগিয়ে নানিয়ারচর কে শান্ত রেখেছেন। নানিয়ারচরবাসী ঐক্যবদ্ধ থাকলে কোন ষড়যন্ত্র সফল হবে না।


সভাপতির বক্তব্যে আমিমুল এহসান খান সম্প্রতি ঘটে যাওয়া আইনশৃঙ্খলা বিষয়ক বিভিন্ন ঘটনা তুলে ধরে ধরেন। এছাড়াও পুলিশ, আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়দের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নানা পদক্ষেপ গ্রহণের প্রস্তাব দেন। মাদক, চুরি, সন্ত্রাসী কার্যক্রম ও ভূমি দখল প্রতিরোধে সকল কে একযোগে কাজ করার ও আহ্বান জানান এই নির্বাহী কর্মকর্তা।