সাজেকে পর্যটকবাহী জীপ উল্টে ৮ পর্যটক আহত


নিজস্ব প্রতিবেদক    |    ০৭:১৯ পিএম, ২০২৫-০১-২৭

সাজেকে পর্যটকবাহী জীপ উল্টে ৮ পর্যটক আহত

রাঙামাটির বাঘাইছড়ির পর্যটন কেন্দ্র সাজেক যাওয়ার পথে জিপ দুর্ঘটনায় অন্তত ৮ জন আহত হয়েছে। তাদের মধ্যে ৬ জনের অবস্থা গুরতর। আহত সবাই পর্যটক বলে জানা গেছে। তারা চাপাইনবয়াবগঞ্জ নাটোরের বাসিন্দা। তবে তৎক্ষনাৎ তাদের পরিচয় সনাক্ত করা যায়নি।

২৭ জানুয়ারী সোমবার সকালে মাচালং বাজার থেকে দুই কিলিমিটার আগে একুজ্জাছড়ি উত্তর পাড়ায় এই দুর্ঘটনা ঘটে। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, পর্যটকবাহী জিপ (চান্দের গাড়ি) বাঘাইহাট থেকে সাজেক যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। গাড়িতে থাকা ১২ জন পর্যটকের মধ্যে ৮ জন আহত হয়। আহতদের উদ্ধার করে দিঘীনালা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

এর আগে গত ৭ জানুয়ারি সাজেকে পর্যটকবাহী জিপ উল্টে অন্তত ১২ জন পর্যটক আহত হন। সাজেকের শিজকছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ওই জিপে থাকা পর্যটকেরা সবাই নোয়াখালী মহিলা কলেজের শিক্ষার্থী বলে জানা যায়।