মদ্যপ চালকের অটোরিক্সার ধাক্কায় পথচারী নিহত


নিজস্ব প্রতিবেদক    |    ০২:৩২ পিএম, ২০২৫-০১-২৬

মদ্যপ চালকের অটোরিক্সার ধাক্কায় পথচারী নিহত

খাগড়াছড়িতে মদ্যপ চালকের  অটোরিক্সার ধাক্কায় এক পথচারী নিহত হয়েছে। শনিবার রাত ১০ টার দিকে জেলা সদরের খাগড়াপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. ইউনুস (৪০) জেলা সদরের শালবন এলাকার মৃত ওয়াহেদ আলীর ছেলে। পেশায় তিনি একজন ট্রাক্টর চালক। 


পুলিশ জানায়, খাগড়াপুর এলাকায় ট্রাক্টর রেখে ইউনুস বাড়ি ফেরার পথে সামনের দিক থেকে আসা অটোরিক্সা ধাক্কায় সড়কে ছিটকে পড়েন। এ সময় অটোরিক্সা চালক অংক্যচিং মারমা(২২) সড়কে পড়ে আহত হয়। স্থানীয়রা দুইজনকে উদ্ধার করে হাসপাতালে আনলে চিকিৎসক ইউনুসের মৃত্যু নিশ্চিত করেন। 


খাগড়াছড়ি সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. জিএম রাকিব উদ্দিন জানান, সড়ক দুর্ঘটনায় হতাহত দুইজনের মধ্যে ইউনুস হাসপাতালে আসার পথে মারা যান। অপরজন চিকিৎসাধীন রয়েছেন।


খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা জানান, পথচারীকে চাপা দেয়ার ঘটনায় অটোরিক্সা চালক অংক্যচিং মারমা পুলিশ হেফাজতে রয়েছে। তিনি আহত হওয়ায় চিকিৎসা চলছে। দুর্ঘটনার সময় অটোরিক্সা চালক মদ্যপাবস্থায় ছিল।