আলমগীর মানিক | ০৭:৩৫ পিএম, ২০২৫-০১-২৫
আলমগীর মানিক
শুল্কবিহীন অবৈধ সিগারেটের পাশাপাশি নকল সিগারেটে ভরপুর পাহাড়ের বাজারগুলো। পার্বত্যাঞ্চলের দূর্গম সীমান্ত দিয়ে রাঙামাটিতে প্রতিনিয়তই অবৈধভাবে ঢুকছে শুল্কবিহীন বিদেশি সিগারেট। এছাড়াও একটি চক্র চট্টগ্রামের চাক্তাই থেকে বাংলাদেশি নামী-দামী কোম্পানীগুলোর বিভিন্ন ব্র্যান্ডের নকল সিগারেট পাহাড়ের বাজারগুলোতে বিক্রি করছে।
শনিবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রাঙামাটির দূর্গম বাঘাইছড়ির প্রশিক্ষণ টিলা নামক স্থানে মারিশ্যা ব্যাটাঃ (২৭ বিজিবি)র অধীনস্থ প্রশিক্ষণটিলা বিজিবি ক্যাম্পের টহল কমান্ডারের নেতৃত্বে অভিযান পরিচালনা করে বিদেশি অরিস ব্র্যান্ডের ২টি লাগেজ ভর্তি ২১৪০ প্যাকেট সিগারেট উদ্ধার করে। এসময় অভিযানের বিষয়টি টের পেয়ে চোরাকারবারিরা সটকে পড়ে। সংশ্লিষ্টরা জানান, জব্দকৃত শুল্কবিহীন এসব অবৈধ সিগারেটের আনুমানিক মূল্য ৩ লাখ ৯৫ হাজার টাকা।
অপরদিকে রাঙামাটির কাউখালী উপজেলাধীন কলমপতি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নাইল্যাছড়ি এলাকায় নামিদামি কোম্পানির নকল ৩৮শ পিস ডার্বি, টপ-২০ সিগারেট-৫শ পিস ও আকিজ কোম্পানির নকল আকিজ বিড়ি এক হাজার পিস আটক করে।
একটি সূত্র জানায়, একটি চক্র বেশ কিছুদিন ধরেই নামিদামি কোম্পানীসহ দেশীয় কয়েকটি কোম্পানীর নামে নকল সিগারেট বাজারজাত করে আসছে। আমরা স্থানীয়দের কাছ থেকে বিষয়টি অবহিত হওয়ার পর বাজারগুলোকে আমাদের লিগ্যাল টিমের সদস্যরা নজরদারি করতে থাকে।
শনিবার কাউখালীতে এই চক্র কর্তৃক সিগারেট বিক্রি করতে আসলে আমরা উক্ত এলাকায় অভিযান দিলে প্রায় ২৫ হাজার টাকার সিগারেট ফেলে সংশ্লিষ্টরা পালিয়ে যায়। পরে কাউখালী থানার এসআই আজিজকে সাথে নিয়ে আমরা সিগারেটগুলো জব্দ করে থানায় দিয়েছি। এই বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।
নিজস্ব প্রতিবেদক : পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্যসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ বলেছেন, এ দেশের তারুণ্য ও ছাত্রসমাজ বারে বারে প্রমা...বিস্তারিত
কামরুল ইসলাম ফয়সাল : রাঙ্গামাটি পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি বাঙালি বড় দুইটা সম্প্রদায়ের বসবাস। সাংবিধানিক যে প্রতিষ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) মুক্তিযুদ্ধ কর্ণারের ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে শারিরীক শিক্ষা বিভাগের আয়োজ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : গাজীপুরে আওয়ামী সন্ত্রাসীদের হাতে শহীদ হওয়া কাশেমের আত্মার মাগফিরাত কামনা, ফ্যাসিস্ট আওয়ামী ল...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2025 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited