রাঙামাটি শহরের হতদরিদ্র শীতার্তদের মাঝে জেলা বিএনপির কম্বল বিতরণ


আলমগীর মানিক    |    ০২:৪২ পিএম, ২০২৫-০১-২৫

রাঙামাটি শহরের হতদরিদ্র শীতার্তদের মাঝে জেলা বিএনপির কম্বল বিতরণ

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ৫হাজার শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণের উদ্যোগ নিয়েছে রাঙামাটি জেলা বিএনপি।

শনিবার সকালে সংগঠনটির দলীয় কার্যালয়ের সামনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এলাকার দুঃস্থ, অসহায় ও শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করেন, রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন।

এতে বিশেষ অতিথি হিসেবে রাঙামাটি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম শাকিল বক্তব্য রাখেন।

এসময় পৌর বিএনপির সভাপতি এসএস শফিউল আজম, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক দেবজ্যোতি চাকমা, দপ্তর সম্পাদক আব্দুল কুদ্দুস, প্রকাশনা সম্পাদক জসিম উদ্দিন, জেলা জাসাস সভাপতি মো. কামাল হোসেন, সাধারণ সম্পাদক পঠন চাকমাসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে এ্যাডভোকেট মামুন বলেন, বিএনপি মাটি ও মানুষ কে সাথে নিয়ে রাজনীতি করে। মানুষের পাশে বিএনপি বিগত দিনেও ছিলো, আগামীতেও থাকবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষ্যে ছিন্নমূল ও অসহায় মানুষের মাঝে ৫হাজার কম্বল বিতরণের উদ্যোগ নিয়েছি আমরা। গতকাল রাতেও আমরা শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছি। আপনারা যারা সামর্থ্যবান আছেন তারাও এসব শীতার্ত মানুষের পাশে দাঁড়াবেন।