গোলামুর রহমান-লংগদু | ০৬:২০ এএম, ২০২৫-০১-২৫
বরাদ্ধ দিয়ে লুটপাট আর নিজের মত করে কাজ না করে হাতিয়ে নিচ্ছে বিপুল পরিমাণ অর্থ। বলছি রাঙ্গাটির লংগদু উপজেলার উপজেলা প্রকৌশলী অফিসের( SS S W IGP) সাব ইঞ্জিয়ার নাদিমের কথা। সে তিন বছরের একজন প্রজেক্ট কর্মচারী।
২০২৩-২৪ অর্থ বছরের এপ্রিল মে জোন এডিপি প্রক্ল্প ব্যায়ামাগারের জন্য ৬ লক্ষ এবং একই অর্থবছরে অক্টোবর থেকে ডিসেম্বরে ক্রীড়া সংস্থার ৫ লক্ষ টাকা। লংগদু ব্যায়ামাগারের (ইন্সট্রুমেন্ট) মালামাল ক্রয়ের জন্য বরাদ্ধ থাকলেও করা হয়নি তার কোন কাজ। ক্রীড়া সংস্থা উন্নয়নের কিছু কাজ করা হলেও তা সামান্য পরিমান।এদিকে ব্যায়ামাগারের ইন্সট্রুমেন্টের জন্য কাজের ধরণ একশো পার্সেন্ট দেখালেও এখনো জিরো পার্সেন্ট। কিছু অকেজো আসবাবপত্র থাকলেও তার কোন ব্যবহার করার মত উপযুক্ত নয়।
এবিষয়ে উপজেলা সাব ইঞ্জিনিয়ার নাদিম সাহেবকে মোটু ফোনে যোগাযোগ করলে তিনি বলেন, এবিষয়ে আমি কিছু বলতে পারবোনা। এবিষয়ে আমাদের উপজেলা প্রকৌশলী কথা বলবে।
উপজেলা প্রকৌশলী শামসুল আলম বলেন, নাদিম সাহেব আমাদের কাজ বুঝিয়ে দিয়েছে, আমরা বুঝে পেয়েছি। কিন্তু ব্যায়ামাগারে মালামাল নাই কেন? প্রশ্নে তিনি বলেন, এটা খুঁজ নিয়ে জানতে হবে। তিনি (নাদিম) এখানকার ইঞ্জিনিয়ার না এমন প্রশ্নে তিনি বলেন, সে এখানে তিন বছরের প্রজেক্ট আসছে বলছে,এমাসের জোনে তার মেয়াদ শেষ হবে বলেছে তিনি। আমরা জেনেছি তার এখানে প্রজেক্টের সময় শেষ? প্রশ্নে তিনি বলেন তার কাগজ পত্র দেখে জানতে হবে।
উপজেলা নির্বাহী অফিসার ও ক্রীড়া সংস্থার সভাপতি কফিল উদ্দীন মাহমুদ বলেন, যেহেতু আমি এখানে আসার আগের ঘটনা, তাই খুঁজ নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে কথা বলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো।
এবিষয়ে রাঙ্গামাটি জেলা নির্বাহী প্রকৌশলী আহামদ শফি মুঠোফোনে জানান, নাদিমের বিষয়ে কিছু তথ্য আগেও পেয়েছি,আমি কর্তৃপক্ষের সাথে কথা বলে ব্যবস্থা নিবো।
নিজস্ব প্রতিবেদক : পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্যসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ বলেছেন, এ দেশের তারুণ্য ও ছাত্রসমাজ বারে বারে প্রমা...বিস্তারিত
কামরুল ইসলাম ফয়সাল : রাঙ্গামাটি পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি বাঙালি বড় দুইটা সম্প্রদায়ের বসবাস। সাংবিধানিক যে প্রতিষ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) মুক্তিযুদ্ধ কর্ণারের ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে শারিরীক শিক্ষা বিভাগের আয়োজ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : গাজীপুরে আওয়ামী সন্ত্রাসীদের হাতে শহীদ হওয়া কাশেমের আত্মার মাগফিরাত কামনা, ফ্যাসিস্ট আওয়ামী ল...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2025 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited