আলমগীর মানিক | ১০:২৮ পিএম, ২০২৫-০১-১৮
আলমগীর মানিক
রাঙামাটিতে শহীদ আব্দুস শুক্কুর স্টেডিয়ামে চলমান ১০ দিনব্যাপী লোক ও কারুশিল্প মেলায় জুলাই প্রদর্শনীর স্টলে জামায়াতসহ সমমনা ইসলামী দলগুলোকে নিষিদ্ধের দাবি সম্বলিত ফেষ্টুন থাকা নিয়ে হুলস্তুল কান্ড ঘটে গেছে রাঙামাটি শহরে।
পতিত স্বৈরাচারি সরকারের সময়ের মতোই বর্তমান সময়ে রাঙামাটির লোক ও কারুশিল্প মেলায় জামায়াতসহ ইসলামী দলগুলোর বিরুদ্ধে এই ধরনের ফেষ্টুন প্রদর্শনের প্রতিবাদে শনিবার সন্ধ্যায় নামাজের পর রাঙামাটি শহরের রিজার্ভ বাজারে বিক্ষোভ মিছিল করেছে মুসল্লীরা। দেশ প্রেমিক জাগ্রত জনতার ব্যানারে কয়েকশো মুসল্লী এই ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে শ্লোগান দিয়ে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন।
উন্নয়ন বোর্ড জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে মুসল্লীরা শহরের রিজার্ভ বাজারের মূল সড়ক প্রদক্ষিণ করে দোয়েল চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে অ্যাডভোকেট আব্দুল সালাম, অ্যাডভোকেট জিল্লুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন বলেন, বিগত আওয়ামী ফ্যাসিষ্ট সরকারের মতোই বর্তমান সময়ে জামায়াত ইসলামীসহ ইসলামী দলগুলোর বিরুদ্ধে প্রপাগান্ডা অপপ্রচার চালানো হচ্ছে। এই ধরনের অপতৎপরতার বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়ে বক্তারা বলেন, ফ্যাসিষ্টের দোসরদের বিরুদ্ধে তীব্রতর আন্দোলনের ডাক দিয়ে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরাসহ সাধারণ মুসল্লীরা জুলাই আন্দোলনের মতোই প্রয়োজনে আবারো নিজেদের প্রাণ বিসর্জন দিয়ে হলেও আওয়ামী ফ্যাসিষ্টদের এই বাংলার জমিন থেকে উৎখাত করা হবে।
বক্তারা আগামী ৭২ ঘন্টার মধ্যেই জামায়াতসহ ইসলামীক দলগুলোর বিরুদ্ধে মেলায় ফেষ্টুন প্রদর্শনের ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়ে অন্যথায় কঠোর আন্দোলনের ঘোষণাও দেন।
এদিকে খোঁজ নিয়ে জানাগেছে, রাঙামাটি জেলা প্রশাসনের উদ্যোগে সারাদেশের ন্যায় পার্বত্য রাঙামাটি শহরেও ১৬ই জানুয়ারী থেকে ১০ দিনব্যাপী লোক ও কারুশিল্প মেলা শুরু হয়। এই মেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন প্রতিনিধি শিক্ষার্থী আফিয়া তাসনিম জুলাই আন্দোলনের নানান চিত্র নিয়ে “একটি রক্তাক্ত জুলাইয়ের গল্প” এর স্টল দেয়। এই স্টলে জুলাই আন্দোলনের বিভিন্ন হতাহতদের ছবি, কার্টুন, গ্রাফিতির ছবি সম্বলিত ফেষ্টুন প্রদর্শনের জন্য রাখা হয়।
এই ফেষ্টুনগুলোর মধ্যে একেবারে সামনেই টাঙ্গানো একটি ফেস্টুনে বিগত আওয়ামীলীগের সরকারের সময় তথাকথিত বহুল বিতর্কিত “গণজাগরণ মঞ্চের” তৈরি করা জামায়াতসহ ইসলামীদলগুলোর বিরুদ্ধে বিভিন্ন বিতর্কিত শব্দের লেখা উল্লেখ ছিলো। বিষয়টি স্থানীয় তরুনদের নজরে এসে বিভিন্ন মোবাইলে মোবাইলে প্রচারনা চলতে থাকে।
এক পর্যায়ে ফেষ্টুনটিকে বেলা তিনটার সময় সেটি সরিয়ে নেয়া হয়। এসময় জানা যায়, আফিয়া নিজেই এই ফেষ্টুনটি এনেছিলো। পরবর্তীতে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে ইসলাম প্রিয় মানুষজনের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়।
এক পর্যায়ে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উপস্থিত হয়ে ভিডিও বার্তার মাধ্যমে বিষয়টি অনাকাঙ্খিত এবং মনের অজান্তেই এই ফেষ্টুনটি ছাপানো হয়েছে এবং এই ক্ষেত্রে নিজের ভূল স্বীকার করে ভবিষ্যতে আরো সতর্ক হবেন এমন বক্তব্য প্রদান করেন আফিয়া তাসনিম।
নিজস্ব প্রতিবেদক : পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্যসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ বলেছেন, এ দেশের তারুণ্য ও ছাত্রসমাজ বারে বারে প্রমা...বিস্তারিত
কামরুল ইসলাম ফয়সাল : রাঙ্গামাটি পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি বাঙালি বড় দুইটা সম্প্রদায়ের বসবাস। সাংবিধানিক যে প্রতিষ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) মুক্তিযুদ্ধ কর্ণারের ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে শারিরীক শিক্ষা বিভাগের আয়োজ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : গাজীপুরে আওয়ামী সন্ত্রাসীদের হাতে শহীদ হওয়া কাশেমের আত্মার মাগফিরাত কামনা, ফ্যাসিস্ট আওয়ামী ল...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2025 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited