রাবিপ্রবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ


নিজস্ব প্রতিবেদক    |    ০৬:০১ পিএম, ২০২৫-০১-১৫

রাবিপ্রবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

আজ ১৫ জানুয়ারী ২০২৫ খ্রিঃ তারিখে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের উদ্যোগে স্থানীয় অসহায় ও দুস্থ জনগণের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান।

তিনি বলেন, "বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এমন মানবিক কার্যক্রম শুধু স্থানীয় মানুষের পাশে দাঁড়ানোর নজিরই স্থাপন করে না, বরং এটি তাদের সামাজিক দায়বদ্ধতার প্রতিফলন।" এই উদ্যোগকে স্থানীয় জনগণ অত্যন্ত আন্তরিকভাবে গ্রহণ করেছেন এবং শিক্ষার্থীদের এ ধরনের কর্মকাণ্ড ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।