নিজস্ব প্রতিবেদক | ০৫:৪৯ পিএম, ২০২৫-০১-১৫
রাঙ্গামাটি বধির (বাক-শ্রবণ) ও অন্ধ কল্যাণ বিদ্যালয়ে বই বিতরণ উৎসব-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে আসামবস্তির (রাম ঠাকুর আশ্রম সংলগ্ন) বিদ্যালয়ে আয়োজিত বই বিতরণ উৎসবে প্রধান অতিথি ছিলেন-অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাসরীন সুলতানা। বিশেষ অতিথি ছিলেন- বিদ্যালয়ের উপদেষ্টা অ্যাডভোকেট কাজী মঈনুল ইসলাম হাসান।
বধির কল্যাণ সমিতির সভাপতি কানু দাশ গুপ্ত’র সভাপতিত্বে এবং বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি নাছির উদ্দিনের সঞ্চালনায় ইশারা ভাষায় অনুষ্ঠান পরিচালনা করেন প্রধান শিক্ষক ও দোভাষী হাছিনা বেগম। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকা ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে নাসরীন সুলতানা বলেন, সমাজের বিশেষ নাগরিকদের ভবিষ্যৎ গড়তে নিরলসভাবে কাজ করে যাচ্ছে রাঙামাটি বধির (বাক-শ্রবণ) ও অন্ধ কল্যাণ বিদ্যালয়।
বিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের জন্য ইতিমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে জায়গা প্রদান করা হয়েছে এবং পৌরসভার পক্ষ থেকে এডিবি’র বরাদ্দে বিদ্যালয়ের ভবন নির্মাণের জন্য প্রকল্প হাতে নেওয়া হয়েছে শিগ্রই তা বাস্তবায়ন হবে।
আগামীতেও জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি। সংক্ষিপ্ত আলোচনা শেষে ৩৭জন শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেন অতিথিরা।
নিজস্ব প্রতিবেদক : পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্যসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ বলেছেন, এ দেশের তারুণ্য ও ছাত্রসমাজ বারে বারে প্রমা...বিস্তারিত
কামরুল ইসলাম ফয়সাল : রাঙ্গামাটি পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি বাঙালি বড় দুইটা সম্প্রদায়ের বসবাস। সাংবিধানিক যে প্রতিষ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) মুক্তিযুদ্ধ কর্ণারের ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে শারিরীক শিক্ষা বিভাগের আয়োজ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : গাজীপুরে আওয়ামী সন্ত্রাসীদের হাতে শহীদ হওয়া কাশেমের আত্মার মাগফিরাত কামনা, ফ্যাসিস্ট আওয়ামী ল...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2025 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited