নিজস্ব প্রতিবেদক | ০৪:৫৯ পিএম, ২০২৫-০১-১২
বান্দরবানের আলীকদমের দুর্গম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশকারী ৫৮ জন মিয়ানমার নাগরিকের মধ্যে ৫৩জন নাগরিককে পুশব্যাক করা হয়েছে, আর তাদের বাংলাদেশে অনুপ্রবেশের অপরাধে আটক ৫ জন মানব পাচারকারীকে আদালতে তোলা হলে আদালত ৫ জনকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে।
রবিবার (১২জানুয়ারী) বান্দরবান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ম্যাজিস্ট্রেট তৌফিকুল ইসলাম ৫জন মানব পাচারকারীকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। পুলিশ ও আদালত সুত্রে জানা যায়, বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া ইউনিয়নের বুচিতং সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকারী ৫৮জন মিয়ানমার নাগরিকের মধ্যে ৫৩জনকে ভোরে পুশব্যাক করা হয়েছে আর তাদের বাংলাদেশে অনুপ্রবেশের অপরাধে আটক ৫জন মানব পাচারকারীকে আটক করা হয়েছে।
জেল হাজতে প্রেরনকৃত মানব পাচারকারীরা হলেন, বান্দরবানের আলীকদমের বাসিন্দা আরিফুল ইসলাম (২৫), জালাল উদ্দিন (২৭), মো.নজরুল ইসলাম (৪০), মো.আবু হুজাইফা (৩১) ও মো.মোরশেদ আলম (৫৭)।
আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা জহির উদ্দীন জানান, আটককৃতদের মধ্যে ৫৩জনকে রোহিঙ্গাকে মিয়ানমারে পুশব্যাক করা হয়েছে এবং মামলার আলামত হিসেবে ৫জন রোহিঙ্গাকে বান্দরবান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি আরো জানান, মামলার আসামী ৫জন মানব পাচারকারীর বিরুদ্ধে আলীকদম থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং আসামীদের বান্দরবান আদালতে তোলা হলে আদালত ৫জন আসামীকে জেল হাজতে প্রেরণের নিদের্শ দেয়।
প্রসঙ্গত: মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘর্ষে প্রাণ বাঁচাতে ১১জানুয়ারী (শনিবার) ভোররাতে বান্দরবানে আলীকদম উপজেলার নয়াপাড়া ইউনিয়নের বুচিতং সীমান্ত এলাকায় মিয়ানমার থেকে অবৈধভাবে অনুপ্রবেশের অপরাধে ৫৮জন মিয়ানমার নাগরিক ও তাদের বাংলাদেশে অনুপ্রবেশের অপরাধে ৫ মানব পাচারকারী আটক করে বিজিবির সদস্যরা আলীকদম থানায় সোপর্দ করে। এসময় ঘটনাস্থল থেকে একটি ট্রাক, একটি প্রাইভেট কার ও একটি মোটর সাইকেল জব্দ করে আলীকদম বিজিবির ৫৭ব্যাটালিয়ন এর সদস্যরা।
নিজস্ব প্রতিবেদক : পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্যসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ বলেছেন, এ দেশের তারুণ্য ও ছাত্রসমাজ বারে বারে প্রমা...বিস্তারিত
কামরুল ইসলাম ফয়সাল : রাঙ্গামাটি পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি বাঙালি বড় দুইটা সম্প্রদায়ের বসবাস। সাংবিধানিক যে প্রতিষ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) মুক্তিযুদ্ধ কর্ণারের ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে শারিরীক শিক্ষা বিভাগের আয়োজ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : গাজীপুরে আওয়ামী সন্ত্রাসীদের হাতে শহীদ হওয়া কাশেমের আত্মার মাগফিরাত কামনা, ফ্যাসিস্ট আওয়ামী ল...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2025 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited