নানিয়ারচরে শীতার্তদের মাঝে জামায়াতের শীতবস্ত্র বিতরণ


নিজস্ব প্রতিবেদক    |    ০২:৪১ পিএম, ২০২৫-০১-১০

নানিয়ারচরে শীতার্তদের মাঝে জামায়াতের শীতবস্ত্র বিতরণ

নানিয়ারচর উপজেলা জামায়াতে ইসলামী কর্তৃক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১০ জানুয়ারি (শুক্রবার) সকালে নানিয়ারচর উপজেলা সদর ইউনিয়নের অস্থায়ী কার্যালয় এবং বুড়িঘাট ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে এ কার্যক্রম পরিচালিত হয়। শীতার্তদের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণের পাশাপাশি দলীয় নেতাকর্মীদের নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা শাখার কর্ম পরিষদ সদস্য অ্যাডভোকেট মোঃ হারুন অর রশিদ, নানিয়ারচর উপজেলা জামায়াতে ইসলামী আমির মাওলানা মোঃ জুলফিকার আলী, নায়েবে আমির মাওলানা মোঃ ইসলামাইল হোসেন সিরাজী, নানিয়ারচর জামায়াতে ইসলামীর ইউনিয়ন সভাপতি মোঃ জাকির হোসেন এবং সাধারণ সম্পাদক নূর উদ্দিনসহ অন্যান্য দলীয় নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা শীতার্ত মানুষের সাহায্যে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান এবং জামায়াতে ইসলামীর এই উদ্যোগকে একটি মানবিক ও দায়িত্বশীল উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।

অনুষ্ঠানে স্থানীয় শীতার্ত মানুষের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়।