প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে নানিয়ারচর ছাত্রদলের আলোচনা ও র‍্যালি


নিজস্ব প্রতিবেদক    |    ০৪:২১ পিএম, ২০২৫-০১-০৬

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে নানিয়ারচর ছাত্রদলের আলোচনা ও র‍্যালি

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ জানুয়ারী) দুপুরে নানিয়ারচর সদরের উপর বাজারে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, রাঙামাটি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি মোঃ নুরুজ্জামান। 

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে রাঙামাটি জেলা সভাপতি ফারুক আহমেদ সাব্বির ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক আলী আকবর সুমন।

নানিয়ারচর উপজেলা ছাত্রদলের আহবায়ক হাসান মল্লিকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, নানিয়ারচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফারুক হাওলাদার ও সাংগঠনিক সম্পাদক মো. কবির হোসেন। 

এসময় নানিয়ারচর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হেলাল আকাশের সঞ্চালনায় উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি নুর ইসলাম, জহিরুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. সানাউল্লাহ, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. আলী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সহ-সভাপতি বিনয় চাকমা, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আবু হানিফ মীর, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. তৌহিদুল ইসলাম, তাতি দলের আহ্বায়ক মো. হাবিবুর রহমান ও মৎস্য দলের আহ্বায়ক আসমত আলী বাছা, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মো. ইসহাক,  মো. জামাল, দপ্তর সম্পাদক মো. আব্দুস সালাম, সদর উপজেলা আহ্বায়ক আবুল বাশার, সদস্য সচিব মাহমুদুল হাসান জুয়েল, সহ-সাংগঠনিক দেলোয়ার হোসেন টিটু ও সমাজ সেবা সম্পাদক মো. মিলনসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সভাপতি বলেন, বিগত দিনে আমরা ফ্যাসিবাদী সরকার দলের হামলা মামলার শিকার হয়েছি। আমরা তবুও টিকে রয়েছি। তারেক রহমান আগামী দেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছেন। ৩১দফা বাস্তবায়নে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলা দলসহ প্রতিটি অংগ সংগঠন বিএনপির সাথে রয়েছে। অন্তবর্তীকালিন সরকার কে বেকায়দায় ফেলতে আওয়ামিলীগের দোসররা কাজ করে যাচ্ছে। আইনশৃংখলা পরিস্থিতি বিনষ্টের চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও হুশিয়ারী দেন বিএনপির এই নেতা। 

সভায় বক্তারা বলেন, গত ১৭বছর মাঠে থেকে ফ্যাসিস্ট সরকারের জুলুম নির্যাতন সহ্য করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। শিক্ষা খাতে চরম দূর্নীতির ফলে দেশের শিক্ষা খাতকে নিঃস্ব করে দিয়েছে। তারেক রহমান ঘোষিত ৩১দফা বাস্তবায়নের মধ্য দিয়ে রাষ্ট্র কাঠামো মেরামত করে এই দেশ কে উন্নতির শেখড়ে পৌঁছে নিতে হবে। ছাত্রদলের একজন নেতাকর্মী বেঁচে থাকতে পাশের দেশে বসে সেখ হাসিনার কোন ষড়যন্ত্র বাস্তবায়ন হবেনা।

এর আগে বাবু চুণি লাল দেওয়ান সেতুর পূর্ব অবস্থান স্থল থেকে একটি র‍্যালি বের হয়। ২শতাধিক নেতাকর্মীদের অংশগ্রহণে র‍্যালিটি নানিয়ারচর বাজার প্রধান সড়ক হয়ে নানিয়ারচর উপর বাজার অনুষ্ঠান স্থলে এসে শেষ হয়।