জুড়াছড়িতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ 


জুরাছড়ি প্রতিনিধি    |    ০৩:৫৭ পিএম, ২০২৫-০১-০৬

জুড়াছড়িতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ 

জুরাছড়ি উপজেলায় তিন নং মৈদং  ইউনিয়নে আজ সোমবার  দুঃস্থ দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। সকালে মৈদং  ইউনিয়ন পরিষদ কার্যলয়ে  দুঃস্থ মানুষের মাঝে   এসব কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার রুপময় চাকমা, চেয়ারম্যান সাধনানন্দ চাকমা, ইউপি সচিব সুমন চাকমা। 

অপরদিকে গতকাল রবিবার  দুই নং বনযোগীছড়া ইউনিয়নে দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন ইউপি চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা। 

চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা এবং সাধনানন্দ চাকমা জানান সরকারি ত্রান তহবিল থেকে বরাদ্দকৃত কম্বল প্রত্যেক ইউনিয়নে একশত পিস দেওয়া হয়েছে। এসব কম্বল গরীব দুঃস্থদের মাঝে বিতরণ করা হচ্ছে।