ইসলামপুরে “শহিদ জিয়া স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট” উদ্বোধন


নিজস্ব প্রতিবেদক    |    ০১:৫৯ এএম, ২০২৪-১২-১৬

ইসলামপুরে “শহিদ জিয়া স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট” উদ্বোধন

রাঙামাটি পৌরসভার ১নং ওয়ার্ডের ইসলামপুরে শহিদ জিয়া স্মৃতি মিনিবার নাইট ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন করা হয়েছে। 

রোববার রাতে ১নং ওয়ার্ড যুবদলের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্ণামেন্টের উদ্বোধন করেন- জেলা যুবদলের যুগ্ম সম্পাদক ও পৌর যুবদলের আহবায়ক সিরাজুল মোস্তফা। 

অনুষ্ঠানে ১নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক মো. ওসমানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন- জেলা যুবদলের সহ-ধর্ম বিষয়ক সম্পাদক নন্দন কর্মকার ও কর্ম বিষয়ক সম্পাদক জালাল উদ্দিন। 

এসময় জেলা যুবদলের সদস্য- আলী আহমদ ভূট্টো, নুরুল হক, ফজল আহম্মদ, আলমগীর হোসেন, কেটু বড়–য়া, মো. হাসান, মো. নিজাম, জিসু বিশ্বাস, নেজাম উদ্দিন, মো. শফি ও মো. সেলিম, যুবনেতা- আকতার হোসেন ও মো. সুজন উপস্থিত ছিলেন। 

এইবার টুর্ণামেন্টে ৬টি দল অংশগ্রহণ করেছে।