রাস্তার উপর টিউবওয়েল স্থাপনের চেষ্টাঃ বন্ধ করলো রাঙামাটি জেলা প্রশাসন


মাসুদ পারভেজ নির্জন    |    ০২:১৭ পিএম, ২০২০-০৯-০৫

রাস্তার উপর টিউবওয়েল স্থাপনের চেষ্টাঃ বন্ধ করলো রাঙামাটি জেলা প্রশাসন

রাঙামাটি শহরে স্থানীয় জনসাধারনের চলাচলের রাস্তা দখল করে টিউবওয়েল বসানোর কার্যক্রম বন্ধ করেছে জেলা প্রশাসন। শনিবার সকালে হোটেল হিল সিটির সম্মুখে রিজার্ভ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আনোয়ার মিয়া বানু রাস্তার উপর টিউবওয়েল স্থাপন করতে গেলে স্থানীয়রা জেলা প্রশাসনে অভিযোগ করে। অভিযোগের ভিত্তিতে নেজারত ডেপুটি কালেক্টর আরিফুল ইসলাম এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে টিউবওয়েল বসানোর কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

এসময় জনসাধারনের জন্য চলাচলের রাস্তা দখল করে ভবিষ্যতে এই ধরনের কর্মকান্ড না করার জন্য হুশিয়ারী প্রদান করা হয়।

ভ্রাম্যমান আদালতের অভিযানে কোতোয়ালী থানার এস আই জুলফিকার, পেশকার নজরুল ইসলাম, কন্সটেবল হোসেন উপস্থিত ছিলেন।