বিলাইছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও প্রিতি ভলিবল টুর্নামেন্টের আয়োজন"


বিলাইছড়ি প্রতিনিধি    |    ০৮:৪৫ পিএম, ২০২৪-১২-০২

বিলাইছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও প্রিতি ভলিবল টুর্নামেন্টের আয়োজন

 

তানভীর আহমেদ, বিলাইছড়ি (রাঙামাটি

বিলাইছড়িতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও প্রীতি  ভলিবল টুর্নামেন্টের আয়োজন করে বাংলাদেশ সেনাবাহিনী বিলাইছড়ি জোন।

দীর্ঘ ২৭ বৎসর অমানিশা কেটে ২রা ডিসেম্বর  ১৯৯৭ ইং শান্তি চুক্তি  অনুষ্ঠিত হয়, তারই ধারাবাহিকতায় আজ পার্বত্য শান্তিচুক্তির ২৭ তম  বর্ষপূর্তি উপলক্ষে অবিনশ্বর ৩২ বীর বিলাইছড়ি জোন এর উদ্যেগে আজ সোমবার সকালে গরীব ও দুস্থ মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান ও ঔষধ বিতরণ করা হয়েছে।
সেনাবাহিনীর মধ্যমে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ পেয়ে এলাকার পাহাড়ী বাঙ্গালী সকলের মাঝে আনন্দ বিরাজ করছেএক্সনভ। এ অঞ্চলের গরীব ও দুস্থ মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও তাদের মাঝে ঔষধ বিতরণ করায় সেনাবাহিনীর প্রতি পাহাড়ী বাঙ্গালী সবাই কৃতজ্ঞতা জানাই। এদিকে ভবিষ্যতেও এমন ফ্রি মেডিকেল ক্যাম্পেইন কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে ৩২ বীর এর জোন কমান্ডার।

একইদিন বিকালে বিলাইছড়ি উপজেলা স্টেডিয়ামে অবিনশ্বর  ৩২ বীর বিলাইছড়ি জোন এবং বিলাইছড়ি উপজেলার মধ্যে  প্রীতি  ভলিবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, উক্ত ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে খেলোয়াড়দের মাঝে ট্রফি এবং ম্যাডেল বিতরন করেন ৩২ বীর এর জোন কমান্ডার লেঃ কর্নেল রিফায়েত করিম চৌধুরী (পি এস সি),বিলাছড়ি সার্কেল এসপি আবুল কাশেম,বিলাইছড়ি থানার ওসি মানস বড়ুয়া,বিলাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম ফকির, বিলাইছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাফর আহাম্মদ এবং এলাকার অন্যান্য গন্যমান্য ব্যাক্তিবর্গ।