পার্বত্য চুক্তির বর্ষপূর্তিতে রাঙামাটিতে সেনাবাহিনীর ফুটবল টুর্নামেন্ট


বিশেষ প্রতিনিধি    |    ০৬:৩৮ পিএম, ২০২৪-১২-০২

পার্বত্য চুক্তির  বর্ষপূর্তিতে রাঙামাটিতে  সেনাবাহিনীর  ফুটবল টুর্নামেন্ট

পার্বত্য  শান্তি চুক্তির ২৭ তম বর্ষপূর্তি উপলক্ষে ১১ই বেঙ্গল অধিনায়ক এর তত্ত্বাবধানে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে । 
সোমবার বিকালে রাঙামাটি চিং হ্লা মং চৌধুরী মারি স্টেডিয়ামে এ প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। 

এসময় উপস্থিত ছিলেন ৩০৫ পদাতিক ব্রিগেড কমান্ডার  ব্রিগেডিয়ার জেনারেল সওকত উসমান, রাঙামাটি জোন কমান্ডার  লেঃ কর্নেল এরশাদ হোসেন চৌধুরী  পিএসসি। রাঙামাটি জোন টুআইসি মেজর ইমরান আল জিহাদ সহ রাঙামাটি জোনের সংশ্লিষ্টরা। 

খেলায় পুরুষ দলের মধ্যে রাঙ্গামাটি ফুটবল একাডেমি কে ০৩ - ০২ ব্যবধানে কাউখালী ফুটবল একাডেমি পরাজিত করে এবং নারী দলের মধ্যে ঘাগড়া উচ্চ বিদ্যালয় মহিলা দলকে ০০ -০১ ব্যবধানে সুইলং উচ্চ বিদ্যালয়  ফুটবল একাডেমি পরাজিত করে।
খেলা শেষে বিজয়ী দলগুলোকে রাঙামাটি জোন এর পক্ষ থেকে পুরস্কার বিতরণ করা হয়।