গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে রাজস্থলীতে স্মরণসভা


আইয়ুব চৌধুরী    |    ১০:৪২ পিএম, ২০২৪-১১-২৮

গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে রাজস্থলীতে স্মরণসভা

রাঙ্গামাটি রাজস্থলী উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই বিপ্লবে ছাত্রজনতার গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের স্মৃতিচারণে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২৮ নভেম্বর)রাজস্থলী  উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) সজীব কান্তি রুদ্র এর  সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

 সভায় বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন ছাত্র সমন্বয়ক হলামং মার্মা,উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ, ছাত্রদলের আহবায়ক নাইমুল ইসলাম রনি,রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি  আজগর আলী খান, জামায়তের সভাপতি মৌলনা ফরিদ আহম্মদ,উপজেলা, রাজস্থলী থানা অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী, উপজেলা খাদ্য কর্মকর্তা ভানু প্রভা ত্রিপুরা, উপজেলা প্রকৌশলী অনুভ কুমার বড়ুয়া,কৃষি অফিসার শাহরিয়া বিশ্বাস প্রমুখ৷

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা কর্মচারী সাংবাদিক, রাজনৈতিক বৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভার পূর্বে ৫ আগষ্ট ছাত্র- জনতার গণঅভ্যুথানে আহত ও শহিদদের স্বরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।