রাঙামাটিতে নিবন্ধনের পরও অনটেস্ট অবৈধ অটোরিক্সা চলাচল বন্ধ হয়নি অভিযোগ চালকদের


বিশেষ প্রতিনিধি    |    ১১:৪৮ এএম, ২০২৪-১১-২৪

রাঙামাটিতে নিবন্ধনের পরও অনটেস্ট অবৈধ অটোরিক্সা চলাচল বন্ধ হয়নি অভিযোগ চালকদের

রাঙামাটি শহরে রেজিস্ট্রেশন ও রুট পারমিটবিহীন অবৈধ সিএনজি অটোরিক্সা চলাচল বন্ধের দাবিতে টানা তৃতীয় বারের মতো  মানব-বন্ধন নেমেছে রাঙামাটির সিএনজি অটোরিক্সা চালকরা।
রবিবার  সকালে রাঙামাটির শহরের ভেদভেদী সিএনজি স্টেশনে এই  মানববন্ধন করেন তারা।
মানববন্ধনে চালকরা বলেন, রাঙামাটি শহরে ঠিক যে পরিমাণ গাড়ি থাকার কথা,তার চেয়ে অন্তত কয়েকগুণ  বেশি চলছে অটোরিক্সা।  বিগত জেলা প্রশাসক একযোগে প্রায় ৭০০ অটোরিক্সাকে নিবন্ধন দিয়েছিলেন,যেনো অনটেস্ট অবৈধ অটোরিক্সা চলাচল বন্ধ হয় চিরতরে। কিন্তু শহরে এখনো বন্ধ হয়নি অবৈধ অটোরিকশা চলাচল।  এতোশত গাড়ি নিবন্ধনের পরেও অবৈধ অটোরিক্সা বন্ধে  কোন পদক্ষেপ  নেয়নি  সংশ্লিষ্ট প্রশাসন  ।  শহরে  জুড়ে  অবৈধ অনিবন্ধিত অটোরিক্সা, অদক্ষ লাইসেন্সহীন চালক। আমরা  বৈধ চালকরাই রাস্তায় নেমে  কর্মসূচী পালন করছি দিনের পর দিন কিন্তু  এখনো কোনো প্রদক্ষেপ নেয়নি  সংশ্লিষ্ট প্রশাসন।
 তারা আরো জানান, রাঙামাটি শহরটি মাত্র ১০ কিলোমিটারের ।  এতো ছোট শহরে প্রায় ১হাজার৪শ সিএনজি রেজিষ্ট্রেশন করা আছে।  শহর টি যেমন পর্যটন শিল্পের উপর নির্ভর অন্য দিকে রাঙামাটি শহরের অভ্যন্তর যাতায়াতের একমাত্র বাহন সিএনজি অটোরিক্সা। বর্তমানে দেড় হাজারের মতো সিএনজির কারণে শহরে প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে যানযট। এর ভেতর অনটেষ্ট গাড়ির সংখ্যাই শতশত। 
এদিকে বিভিন্ন সময় শহরে দেওয়া হচ্ছে সিএনজির রেজিষ্ট্রেশন।  যা চালকদের দূরভোগের কোনো  শেষ নেই। তাই শহরে যেন আর কোনো সিএনজির রেজিষ্ট্রেশন দেয়া না হয় প্রশাসনের প্রতি  আহবান জানান তারা।
অভিযোগ তুলে চালকরা বলেন, 
গত কিছুদিন আগেও শহরের বনরুপা, তবলছড়িতে  বিষয়টি দিয়ে মানববন্ধনের মাধ্যমে প্রশাসনের নজরে আনলেও এখনো পর্যন্ত শহরের এসব রেজিস্ট্রেশনবিহীন ও রুট পারমিটবিহীন অবৈধ অটোরিক্সা চলাচল বন্ধের কোনো উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কেউ ।  
সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহবান জানিয়ে চালকরা বলেন,রেজিস্ট্রেশনবিহীন ও রুট পারমিটবিহীন অবৈধ অটোরিক্সা চলাচল বন্ধ ও শহরে  অটোরিকশা  রেজিষ্ট্রেশন দেয়া বন্ধসহ   অবৈধ গাড়ির বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করে শহরের শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবি জানান।