রাঙামাটিতে হযরত ফাতেমা (রা.) জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা


নিজস্ব প্রতিবেদক    |    ০৭:৫৫ পিএম, ২০২৪-১১-২২

রাঙামাটিতে হযরত ফাতেমা (রা.) জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা

আহমদ বিলাল খান

সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ হযরত ফাতিমাতুজ জোহরা (রা.) জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জেলার শতাদিক নারীদের নিয়ে আলোচনা সভার আয়োজন করে রাঙামাটি ইসলামিক ফাউন্ডেশন।

বুধবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। রাঙামাটি ইফা'র উপপরিচালক মুহাম্মদ ইকবাল বাহার চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি আল আমিন ইসলামিয়া ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা নুরুল আলম ছিদ্দিকী।

অনুষ্ঠানে ইফা'র উপপরিচালক মুহাম্মদ ইকবাল বাহার চৌধুরী বলেন, শহীদে কারবালা ইমাম হোসাইনের মহীয়সী মা হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তায়ালা আনহা'র শানে আলোচনা সভা করতে পেরে নিজেদের ধন্য মনে করছি। হযরত ফাতিমা (রা.) তিনি একজন মহিলা হিসেবে, একজন মা হিসেবে আমাদের সকলের আদর্শ। দুঃখজনক হলেও সত্য যে, আজ আমাদের সমাজে ফাতিমা, জোহরা নামের সংখ্যা যেমন কমেছে, তেমনি কমেছে মা ফাতিমার আদর্শের নারী সমাজ। তাই তিনি জীবনের সর্বত্র হযরত ফাতেমা (রা.)এর জীবনাদর্শ অনুসরনের জন্য উপস্থিত মহিলাদের প্রতি আহবান জানান।

তিনি বলেন, ফাতিমা জাহরা (রা.) ছিলেন রাসুলের সর্বাধিক স্নেহের ও আদরের দুলালি। যখনই রাসুলের কাছে যেতেন রাসুল তাকে অভ্যর্থনা জানাতেন। মাথায় চুমো দিতেন। সম্মানার্থে পাশে বসাতেন। হাদিসের ভাষায় ফাতিমা রা. জান্নাতি নারীদের সরদার। নবী (সা.) বলেন, ফাতিমা জান্নাতের নারীদের সরদার এবং হাসান-হোসাইন জান্নাতের যুবকদের সরদার। এছাড়াও নবীজি তাকে পৃথিবীর সকল নারীদের শ্রেষ্ঠ গণ্য করেছেন। 

ইসলামিক ফাউন্ডেশন রাঙামাটি কার্যালয়ের ফিল্ড অফিসার মো. আলী আহসান ভূঁইয়ার সঞ্চালনায় উপস্থিত ছিলেন, বাইতুল আমান জামে মসজিদের খতিব মাও. মো. আশাহাদুল ইসলাম, রূপনগর বায়তুন নুর জামে মসজিদের খতিব মাওলানা মিরাজ উদ্দিনসহ জেলার বিভিন্ন মসজিদের ইমাম ও খতিব উপস্থিত ছিলেন।