নিজস্ব প্রতিবেদক | ১১:৩৮ এএম, ২০২৪-১১-২১
পরপর দু,বার সাফ জয় করে দেশের সুনাম সমৃদ্ধি করার পেছনে রুপনা, ঋতু কিংবা মনিকা চাকমার অবদান প্রশংসনীয়। তাদের সাফল্যে জাতীয় ও আন্তর্জাতিকভাবে রাঙামাটি জেলার নামও ঝলমল করছে সমানতালে। তাদের এই সাফল্য গাঁথা গল্প এখন পাহাড়ি জেলা রাঙামাটির আনাচে কানাচে বিস্তৃত। রাঙামাটির পরিচিতি এখন রুপনা, ঋতু বা মনিকার জেলা নামেই।
দেশ ও দেশের বাইরের ক্রীড়াঙ্গনে প্রতিভার স্বাক্ষর রাখা এবং জেলার নাম উজ্জল করা তিন ফুটবলকন্যা রুপনা, ঋতু ও মনিকাকে নিজ জেলা রাঙামাটিতে সংবর্ধনা দেয়া হবে। এ উপলক্ষ্যে ব্যাপক আয়োজনের উদ্যোগ নেয়া হয়েছে জেলা প্রশাসন থেকে। সহযোগিতায় থাকছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, রাঙামাটি রিজিয়ন, জেলা পরিষদ ও জেলা পুলিশ।
রাঙামাটির জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোশারফ হোসেন খান জানান, রুপনা, ঋতু ও মনিকা আমাদের গর্ব। তারা জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে দেশ তথা রাঙামাটিকে রিপ্রেজেন্ট করছে। পরপর দুবার সাফ জয়ে তারা গুরুত্বপুর্ণ ভুমিকা পালন করেছে। গতবারের মত এবারও এই তিন ফুটবল কন্যাকে ব্যাপক আয়োজনে সংবর্ধনা দেওয়া হবে। ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তিনি আরও বলেন এই আয়োজনকে সফল করতে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। উক্ত সংবর্ধনায় ক্রীড়াপ্রেমিসহ সকলস্তরের সবাইকে উপস্থিত থাকার আহ্বান জানান তিনি।
তথ্যমতে, আগামী ২৩ নভেম্বর শনিবার রুপনাদের নিজ শিক্ষা প্রতিষ্ঠান ঘাগড়া উচ্চবিদ্যালয়ের মাঠ থেকে সকাল ১০টায় সুসজ্জিত তিনটি ট্রাক রূপনাদের নিয়ে যাত্রা শুরু করবে। প্রথম ট্রাকে গণমাধ্যমকর্মী, ২য় ট্রাকে ঋতু, রূপনা, মনিকা এবং স্থানীয় সাবেক ফুটবলার এবং শেষ ট্রাকে পুলিশের ব্যান্ড পার্টি থাকবে। থাকবে শতাধিক মোটরসাইকেল । গাড়ি বহরটি ঘাগড়া থেকে শহরে প্রবেশ করে ভেদভেদি দিয়ে রাঙাপানি, তবলছড়ি হয়ে দোয়েল চত্বর ঘুরে বনরূপা হয়ে মারী স্টেডিয়ামে পৌঁছাবে। সেখানে সম্মাননা প্রদান করা হবে। পরে সেখানে মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠান পরিবেশন করা হবে।
প্রসঙ্গতঃ গত ৩১ অক্টোবর নারী সাফ চ্যাম্পিয়নশীপের ফাইনালে নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বাংলাদেশ। ফাইনালে মনিকা ও ঋতুপর্না চাকমা দুই গোলে করে এ অর্জনে বড় অবদান রাখেন। পাশাপাশি পুরো টুর্নামেন্টে অসাধারণ নৈপুন্যে সেরা খেলোয়াড় ঋতুপর্ণা ও রুপনা চাকমা সেরা গোলরক্ষক হওয়ার গৌরব অর্জন করেন । তারা তিনজনই রাঙামাটির মেয়ে এবং জাতীয় দলের হয়ে নিয়মিত ফুটবল খেলছেন।
নিজস্ব প্রতিবেদক : আহমদ বিলাল খান পার্বত্য রাঙামাটিতে ২০২৪-২০২৫ অর্থ বছরে জেলা পর্যায়ে জাতীয় শিশু-কিশোর ইসলামি সাং...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদগুলোতে সদস্য নিয়োগের ক্ষেত্রে পাহাড়ি-বাঙালি স...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক প্রায় দেড় যুগ পর পার্বত্য রাঙামাটি শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলা...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : আলমগীর মানিক পার্বত্য রাঙামাটিতে পৃথক সড়ক দূর্ঘটনায় এক শিক্ষার্থী নিহত ও অন্তত ৩২ জন আহত হয়েছে।...বিস্তারিত
আইয়ুব চৌধুরী : রাজস্থলী উপজেলার বাঙ্গলহালিয়া ইউনিয়নের ডাকবাংলা পুলিশ ক্যম্প সংলগ্ন চট্র-মেট্রো মোটর সাইকেল&n...বিস্তারিত
আইয়ুব চৌধুরী : রাঙ্গামাটি রাজস্থলী উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই বিপ্লবে ছাত্রজনতার গণঅভ্যুত্থানে নিহত ও আহতদ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2024 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited