রাঙামাটি জেলা পরিষদের ১৩ সদস্যের বিরুদ্ধে নানান অভিযোগে স্মারকলিপি


নিজস্ব প্রতিবেদক    |    ০৪:৫২ পিএম, ২০২৪-১১-২০

রাঙামাটি জেলা পরিষদের ১৩ সদস্যের বিরুদ্ধে নানান অভিযোগে স্মারকলিপি

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠনে রাঙামাটির ৪ উপজেলা থেকে কোনো প্রতিনিধি না রাখায় কাউখালী, জুরাছড়ি, বরকল ও রাজস্থলী থেকে অন্তর্ভুক্তির দাবি জানানো হয়েছে। বুধবার (২০ নভেম্বর) বেলা ১১টায় রাঙামাটি জেলাপ্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খানের কাছে অন্তর্বর্তীসরকারের প্রধান উপদেষ্টা কাছে স্মারকলিপি পেশ করা হয়।

এসময় জেলাপ্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করেন রাঙামাটি জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাজীব চাকমা, উন্নয়ন ও সমাজকর্মী জসিম উদ্দিন, বরকলের বাসিন্দা পুলিন বিহারি চাকমা, কাউখালীর বাসিন্দা মো. তারা মিয়া, রাজস্থলীর রণজিৎ তঞ্চঙ্গ্যা প্রমুখ। 

স্মারকলিপিতে প্রচলিত 'রেওয়াজ লঙ্ঘন' করে এবার ১৫ সদস্য বিশিষ্ট পুনর্গঠিত পার্বত্য জেলা পরিষদে রাঙামাটির দুর্গম, অনগ্রসর, পশ্চাৎপদ ও সুবিধাবঞ্চিত চার উপজেলা থেকে সদস্য রাখা দাবি জানানো হয়েছে।

স্মারকলিপি পেশকারী নেতৃবৃন্দ বলেন, রাঙামাটি জেলার ছয়টি উপজেলা থেকে ১৫ জন প্রতিনিধি মনোনীত করা হয়েছে, অথচ ৪ উপজেলা থেকে একজনও প্রতিনিধি নেই। এতে করে ৪ উপজেলার বাসিন্দাদের বঞ্চিত, অবহেলিত ও বিমাতাসূলক আচরণ করা হয়েছে। 

জেলা পরিষদ পুনর্গঠনে পার্বত্য উপদেষ্টার স্বেচ্ছাচারিতা, পক্ষপাতিত্ব, স্বজনপ্রীতি সূচক মানসিকতা প্রকাশ পেয়েছে। সদস্য নির্বাচনে রহস্যপূর্ণ পদ্ধতিকে আমরা দুর্নীতির ছলাকলাপূর্ণ, দুরভিসন্ধিমূলক এবিং এলাকায় শান্তি ও সম্প্রীতির প্রতি প্রচ্ছন্ন হুমকি বলে মনে করছি।

স্মারকলিপিতে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার ও সদস্য দেবপ্রসাদ দেওয়ান ছাড়া বাকি ১৩ সদস্যের বিরুদ্ধে নানান অভিযোগ তোলা হয়েছে। অনেকের বিরুদ্ধে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী, দলীয় পদবী, হত্যা মামলার এজাহারভুক্ত আসামি, পার্বত্য উপদেষ্টার সঙ্গে সখ্যতা, সাবেক সহকর্মী ও সম্পর্কে দেবর-ভাবিকেও একই পরিষদে সদস্য মনোনীত করার অভিযোগ তোলা হয়েছে।

উল্লেখ্য  ১৫ সদস্যের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠন করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। পুনর্গঠিত পরিষদ সদস্যদের নাম প্রকাশের পর থেকেই আপত্তি উঠেছে। চেয়ারম্যান-সদস্যদের দায়িত্বগ্রহণের দিনই পরিষদের প্রধান ফটকের সামনেই বিক্ষুব্ধ করেছে ছাত্র-জনতা।