খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিএনপি'র সম্প্রীতির সমাবেশ


বিশেষ প্রতিনিধি    |    ০৯:৪৩ পিএম, ২০২৪-১১-১১

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিএনপি'র সম্প্রীতির সমাবেশ

শান্তি,সম্প্রীতি, সহাবস্থান ও উন্নয়নের লক্ষ্যে মাটিরাঙ্গা উপজেলা ও পৌর বিএনপি'র উদ্যোগে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(১১নভেম্বর) দুপুরে মাটিরাঙ্গায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় মাটিরাঙ্গা সদর উপজেলা বিএনপি'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া।
সমাবেশে বক্তারা বলেন,বিগত ১৬ বছর আওয়ামী শাসনামলে বিএনপির নেতাকর্মীরা নির্যাতনের শিকার হয়েছেন, মামলা-হামলার মুখোমুখি হয়েছেন এবং বছরের পর বছর জুলুম সহ্য করেছেন। এলাকায় উন্নয়নের তেমন কোনো ছোঁয়া লাগেনি।  বক্তারা সকলকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক ওয়াদুদ ভূঁইয়াকে সংসদে পাঠাতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা,সহ-সভাপতি আবু ইউসুফ চৌধুরী,সহ-সভাপতি নাছির আহম্মদ চৌধুরী,জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বিথী,জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার,যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, যুগ্ম সম্পাদক অনিমেষ চাকমা রিংকু,সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা,মাটিরাঙ্গা পৌর বিএনপি'র সভাপতি শাহ জালাল কাজলসহ আরও অনেকে।