আলমগীর মানিক | ০২:৩০ এএম, ২০২৪-১০-২৪
আলমগীর মানিক
রাঙামাটির রাজস্থলীতে মারমা মগপার্টির অস্ত্রধারী সন্ত্রাসীদের মারধরে গুরুত্বর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে নীরিহ যুবক কালাম। বুধবার সকালে সাপ্তাহিক হাটে গেলে কালামসহ মঈনুল নামের আরো এক মাহিন্দ্রা চালককে আটকিয়ে ব্যাপক মারধর করতে থাকে মগপার্টির ১০/১২ জন সন্ত্রাসী।
এসময় তাদের মারধর থেকে প্রাণ রক্ষায় মঈনুল রাজস্থলী থানার ভেতরে ঢুকে গেলে সন্ত্রাসীরা থানা কম্পাউন্ডের ভেতরে গিয়েও মঈনুলকে মারধর করেছে বলে ভূক্তভোগী অভিযোগ করেছে। স্থানীয় বিক্ষুব্ধ এলাকাবাসী জানিয়েছে, গত একমাসে অন্তত চার দফায় প্রায় ১২ জন বাঙ্গালীকে মারধর করেছে মগপার্টির সন্ত্রাসীরা।
এনিয়ে রহস্যজনকভাবে সংশ্লিষ্ট্য প্রশাসন নীরব ভূমিকা পালন করার অভিযোগ এনে বিক্ষুব্ধ এলাকাবাসী রাজস্থলী-বাঙ্গালহালিয়া সড়কে বুধবার সারাদিন অবরোধ করে বিক্ষোভ করেছে। বৃহস্পতিবারও সারাদিন আন্দোলন চালিয়ে যাবার কথাও জানিয়েছেন ভূক্তভোগীদের পরিবারগুলো।
স্থানীয়রা জানায়, বুধবার বাঙ্গালহালিয়ার ৪নং পাথর বন পাড়া এলাকার দুই বাসিন্দা মাহিন্দ্রা চালক কালাম ও মঈনুল রাজস্থলীতে গেলে মগপার্টির ১০/১২ অস্ত্রধারী সদস্য তাদের আটকিয়ে বেদড়ক পেটাতে থাকে। এসময় কালাম তাদের মারধরে গুরুত্বর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। অপরজন মঈনুল মগপার্টির সন্ত্রাসীদের হাত থেকে নিজের প্রাণ রক্ষায় রাজস্থলী থানা কম্পাউন্ডে ঢুকে যায়।
সন্ত্রাসীরা সেখানে ঢুকেও মঈনুলকে পেটায়। এতে করে তার পুরো শরীরে রক্তাক্ত লাল ফুলা জখম হয়ে যায়। মঈনুল জানায়, আমি প্রচন্ড মারধরে জ্ঞান হারিয়ে ফেলি। এই ঘটনার পরপরই স্থানীয়রা তাদের উদ্ধার করে গুরুত্বর আহত কালামকে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যায়। সেখানে মুমুর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে বলে জানিয়েছে তার পরিবার।
এই ঘটনায় স্থানীয় প্রশাসনসহ নিরাপত্তাবাহিনীর ব্যর্থতার অভিযোগ এনে মগপার্টির সন্ত্রাসীদের আইনের আওতায় আনার পাশাপাশি রাজস্থলী বাঙ্গালহালিয়া এলাকা থেকে মগপার্টি নামক সন্ত্রাসী বাহিনীকে বিতারিত করার দাবিতে সড়ক অবরোধ করে বুধবার সারাদিন বিক্ষোভ করেছে স্থানীয় শতাধিক এলাকাবাসী। এসময় আন্দোলনকারিরা প্রশাসনের ব্যর্থতার অভিযোগ এনে তাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে বলে জানিয়েছেন।
উল্লেখ্য, মগপার্টি নামক সন্ত্রাসীদের ব্যাপক চাঁদাবাজি ও সশস্ত্র তৎপরতাসহ প্রতিনিয়ত মারধরে বাঙ্গালহালিয়ার জনগণ অতিষ্ট্য হয়ে তাদের আস্তানায় আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়। পরবর্তীতে হাজারো বিক্ষুব্ধ মানুষের সামনে উপস্থিত হয়ে নিরাপত্তা বাহিনীর উদ্বর্তন কর্তৃপক্ষ বাঙ্গালহালিয়া থেকে মগপার্টিকে বিতারিত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন।
কিন্তু এরপরও মগপার্টির সন্ত্রাসীদের হাতে প্রতিনিয়তই ব্যাপক চাঁদাবাজি ও মারধরের শিকার হচ্ছে স্থানীয় বাঙ্গালীরা। স্থানীয় থানার কয়েক গজের মধ্যে এই ধরনের হামলার ঘটনাগুলো ঘটলেও সংশ্লিষ্ট্যরা নিশ্চুপ থাকার অভিযোগও তুলেছে স্থানীয় বাসিন্দারা।
বাঙ্গালহালিয়ার এই ঘটনা নিয়ে বুধবার রাতে চন্দ্রঘোনা থানার ওসিকে মুঠোফোনে কল দিলেও তিনি রিসিভ করেননি।
বিষয়টি নিয়ে জানতে চাইলে রাঙামাটি জেলা পুলিশের উদ্বর্তন একজন কর্মকর্তা জানিয়েছেন, বিষয়টি তারা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
নিজস্ব প্রতিবেদক : শোষণমুক্ত ও দারিদ্র্যমুক্ত দেশ গঠনে সমাজের সকল অনিয়ম ও দুর্নীতির প্রতিরোধে নাগরিক সমাজকে ভূমিক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে পর্যটকদের ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে জেলা প্রশাসন। ১ নভেম্বর থেকে পর্যটকরা রাঙামা...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক যে জয় বাংলা শ্লোগান দিয়ে স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ, কোমলমতি শিক্ষার্থীদের উপর ন...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ ৪০ বছর পর পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী বীর বাহাদুর উশৈশিং এর কা...বিস্তারিত
ড. মিল্টন বিশ্বাস : আলমগীর মানিক পাহাড়ে বসবাসরত নতুন প্রজন্মের নারীদেরকে জরায়ুমুখ ক্যান্সারের মতো ভয়াবহ রোগ থেক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ ও মুক্তবুদ্ধি চর্চার গণতান্ত্রিক ক্যাম্পাস গড়ার লক্ষ্যে দেশনায়ক তারেক রহমানের বার্তা নি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2024 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited