দীঘিনালা কাঠ ব্যবসায়ী সমিতির নতুন কমিটির সভাপতি জয়নাল


দীঘিনালা প্রতিনিধি    |    ০৯:০৪ পিএম, ২০২৪-১০-০২

দীঘিনালা কাঠ ব্যবসায়ী সমিতির নতুন কমিটির সভাপতি জয়নাল

খাগড়াছড়ির দীঘিনালায় কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডে এর অন্তর্বতীকালীন ৭ সদস্য বিশিষ্ট ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বোয়ালখালী নতুন বাজারে কাঠ ব্যবসায়ী সমিতির কার্যালয় ভবনের অফিস কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন, দীঘিনালা কাঠ ব্যবসায়ী সমবায় সমিতির লিঃ এর পূর্বের কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মো: নুর নবী সওদাগর।

আলোচনা সভায় সমবায় সমিতি আইন ২০০১(সংশোধিত-২০০২ ও ২০১৩) এর ১৮(৫) ধারামতে সমিতির দৈনন্দিন কার্য নির্বাহ ও নির্বাচন অনুষ্ঠানের জন্য ৭ সদস্য বিশিষ্ট অন্তর্বর্তীকালীন ব্যবস্থাপনা কমিটি করা হয়। এতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কাঠ ব্যবসায়ী  জয়নাল আবেদীন কে সভাপতি এবং কাঠ ব্যবসায়ী মো: শরীফুল ইসলাম, মো: আলমগীর হোসেন, প্রসিত চাকমা, মিঠু চৌধুরী, মো: আনোয়ার হোসেন, মো: ফারুক মিয়াকে সদস্য করা হয়।

এছাড়া আলোচনা সভায় কাঠ ব্যবসায়ীরা "বন্ধ থাকা" কাঠ ব্যবসা কিভাবে পুনরায় চালু করা যায় সে বিষয়ে উন্মুক্ত আলোচনা করেন। এবং এই কমিটি অচিরেই ব্যবসা চালুকরণের বিষয়ে আশ্বাস্ত করেন। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, কাঠ ব্যবসায়ী মোঃ ইব্রাহিম মিয়া, মো: শহিদ, বিভাস ত্রিপুরা ওমেন, মোতালেব হোসেন, শহিদুল্লাহ গাজী  মো: বাহার, প্রমুখ।