আল মামুন | ১১:২৪ পিএম, ২০২৪-০৯-৩০
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খাগড়াছড়ি জেলা আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন বলেছেন, দ্বীন প্রতিষ্ঠায় ভীতিহীন জনগণের মতামতের সরকার গঠন হলে ভিত্তিতে গণতান্ত্রিক পন্থায় রাষ্ট্র পরিচালিত হবে। দেশের স্বাধীন,সার্বভৌমত্ব রক্ষায় জামায়াত প্রস্তুত আছে বলে তিনি জানান।
খাগড়াছড়িতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী খাগড়াছড়ি জেলা শাখা। সোমবার (৩০ সেপ্টেম্বর ২০২৪) সন্ধ্যায় খুমপুই (নতুন কঁড়ি ক্যান্টনমেন্ট স্কুল সংলগ্ন) রেষ্টুরেন্টে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে এই মতবিনিময়কালে সভাপতির বক্তব্যে তিনি সংগঠনের পক্ষ থেকে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন।
এর আগে, বাংলাদেশ জামায়াত এর সেক্রেটারী মো. মিনহাজুর রহমান এর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে এতে জেলা নায়েবে আমির অধ্যক্ষ আবুল হোসাইন এতে বক্তব্য রাখেন। এতে বাংলাদেশ জামায়াতে ইসলামী খাগড়াছড়ি জেলা শাখার জেলা প্রকাশনা সম্পাদক ইউসুফ, জেলা জামায়াতের শূরা সদস্য মো: ইউসুফ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের খাগড়াছড়ি জেলা সভাপতি আব্দুল মান্নান, সদর উপজেলা আমির ইলিয়াস,ইসলামী ছাত্রশিবিরের খাগড়াছড়ি জেলা সভাপতি মাইন উদ্দিন,জেলা সেক্রেটারি আব্দুস সাত্তার এতে উপস্থিত ছিলেন।
ন্য়ায় ভিত্তিক রাষ্ট্র পরিচালনাসহ সকল জাতি ধর্মের মানুষের শান্তি-শৃঙ্খলা বজায় রেখে কাজ করবে বলে তিনি সাংবাদিকদের মাধ্যমে জাতির উদ্দেশ্য তুলে ধরার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, আল্লাহ দ্বীনকে বাংলার জমিনে প্রতিষ্ঠায় বাঁধাগ্রস্ত করতে ফ্যাসিস্টরা জুলুম করে গেছে। ক্ষমতায় থাকতে খুনের রাজনীতি করে গেছেন। একই সময় জামায়াত নেতৃবৃন্দরা পাহাড়ের সমসাময়িক বিষয়ে সংঘাতসহ জেলা পরিষদ গঠনে বৈষম্য নিয়ে কথা বলেন।
আসন্ন শারদীয় দূর্গাপূজায় জামায়াতের সবধরনের সহায়তা করবেন বলে প্রতিশ্রুতি দিয়ে সকল সম্প্রদায়কে সহায়তার পাশাপাশি সব সময় পাশে থাকবেন বলে জানান। নতুন বাংলাদেশ শহীদের কথা স্মরণ করে সাংবাদিকদের অবদান তুলে ধরে কৃতজ্ঞতা প্রকাশ করেন। এতে স্বাধীন ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে কাজ করার আহ্বান জানান নেতৃবৃন্দরা।
নিজস্ব প্রতিবেদক : পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্যসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ বলেছেন, এ দেশের তারুণ্য ও ছাত্রসমাজ বারে বারে প্রমা...বিস্তারিত
কামরুল ইসলাম ফয়সাল : রাঙ্গামাটি পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি বাঙালি বড় দুইটা সম্প্রদায়ের বসবাস। সাংবিধানিক যে প্রতিষ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) মুক্তিযুদ্ধ কর্ণারের ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে শারিরীক শিক্ষা বিভাগের আয়োজ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : গাজীপুরে আওয়ামী সন্ত্রাসীদের হাতে শহীদ হওয়া কাশেমের আত্মার মাগফিরাত কামনা, ফ্যাসিস্ট আওয়ামী ল...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2025 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited