নিজস্ব প্রতিবেদক | ১১:১৪ পিএম, ২০২৪-০৯-৩০
রাঙামাটি জেলায় সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মন্ডপ পৌরসভা ও সদর উপজেলার পূজা মন্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সঙ্গে বাংলাদেশ জামায়াত ইসলামী রাঙ্গামাটি জেলার নেতৃবৃন্দ মতবিনিময় করেছেন। সোমবার বিকেলে শহরের ইসলামীক সেন্টার হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াত ইসলামী রাঙ্গামাটি জেলা শাখার আমীর অধ্যাপক আব্দুল আলীম এর সভাপতিত্বে উক্ত মতবিনিময়ে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অমলেন্দু হাওলাদার, জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা জাহাঙ্গীর আলম, সহ-সাধারণ সম্পাদক মনছুরুল হক, প্রচার সম্পাদক এডভোকেট হারুনুর রশিদ, পৌর জামায়াতের আমীর আবদুস সালাম, সহ-সম্পাদক ও শ্রমিক কল্যাণের জেলা সাধারণ সম্পাদক এডভোকেট জিল্লুর রহমানসহ পৌর ও সদর উপজেলার ১৫টি পূজামন্ডল পরিচালনা কমিটির নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় জামায়াতের নেতৃবৃন্দ সকল সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের নিঃসংকোচে, নির্বিঘ্নে উৎসাহ উদীপনার সাথে পূজামন্ডপে শারদীয় দূর্গাপূজা উদযাপনের আহবান জানান। পূজা ও উৎসব পালন নির্বিঘ্ন করতে জামায়াত ইসলামীর পক্ষ থেকে সবধরনের সহযোগিতা করার আশ্বাস দেন নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, বাংলাদেশ জামায়াত ইসলামী এমন একটি দল যেখানে সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই। সকল ধর্ম, সম্প্রদায়ের মানুষ জামায়াত ইসলামীর কাছে বিগত দিনেও নিরাপদ ছিলো, বর্তমানেও আছে, ভবিষ্যতে ও থাকবে। তারা বলেন, স্বৈরাচার সরকার পতনের পর দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে তা একটি মহল মেনে নিতে পারছে না। যারা মেনে নিতে পারছে না তারা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে দেশকে অস্থিতিশীল করতে চায়। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে চায়। তাদের ব্যাপারে সকলকে সজাগ থাকতে হবে।
বক্তারা আরো বলেন, আসন্ন শারদীয় দুর্গা পুজায় সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে পুজা অর্চনা পালন করতে পারে তার জন্য সকলকে সজাগ থাকতে হবে এবং দুর্গা পূজায় যেন অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে সেই লক্ষ্যে বাংলাদেশ জামায়াত ইসলামী রাঙ্গমাটি জেলা শাখার রেন্সপন্স টিম কাজ করবে।
পৌরসভা ও সদর উপজেলার ১৫ টি পূজা মন্ডপের পক্ষে বক্তব্য দেন গীতা আশ্রম পূজা মন্ডপের নন্দন দেবনাথ , তবল ছড়ি কালী মন্দিরের সৈকত বিশ্বাস অন্তু, কালিন্দীপুর দশভূজা দুর্গ পূজা মন্ডপের তাপস দাশ প্রমুখ।
আসন্ন শারদীয় দুর্গা পূজা উপলক্ষে রাঙ্গামাটি পৌরসভা ও সদর উপজেলার পূজা মন্ডপে র নেতৃবৃন্দের সঙ্গে মত বিনিময় করে পূজা উৎযাপনে সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করায় সন্তোষ প্রকাশ করা হয় এবং রাঙ্গামাটি জেলা ও পৌর জামায়াতের নেতৃবৃন্দের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
গোলামুর রহমান-লংগদু : ক্ষমতাচ্যুত আওয়ামীলীগের ছত্রছায়ায়, দীর্ঘদিন যাবত সাধারন মানুষকে জিম্মি করে রেখেছিলেন লংগদু উপজ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শারদীয় দূর্গোৎসব পালনের জন্য কাপ্তাই সেনা জোন (অটল ছাপ্পান্ন) কর্তৃক সনাতনী ধর্মাবলম্বীদের বিভি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইসলামিক ফাউন্ডেশন (ইফা) রাঙামাটি জেলা কার্যালয়ের উদ্যোগে সকল ধর্মালম্বীদের নিয়ে সম্প্রীতি সমাবে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার ৪নং ওয়ার্ড পৌর যুবদলের আলোচনা সভা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙ্গামাটি জেলার রাজস্থলী পেশাদার সাংবাদিক সংগঠন উপজেলা প্রেসক্লাবের’ দ্বিবার্ষিক নির্বাচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটি কাউখালী উপজেলার বেতবুনিয়া এলাকা থেকে ৭০ লিটার চোলাই মদ ও পাচারকাজে ব্যবহারিক একটি সিএনজ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2024 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited