আলমগীর মানিক | ১১:০৬ পিএম, ২০২৪-০৯-২৭
আলমগীর মানিক
পাহাড়ের চলমান সার্বিক পরিস্থিতি বিবেচনায় রাঙামাটির সাজেকে পর্যটকদের ভ্রমনে নিষেধাজ্ঞার মেয়াদ আরো তিনদিন বৃদ্ধি করেছে রাঙামাটি জেলা প্রশাসন কর্তৃপক্ষ। শুক্রবার রাত পৌনে ১০ টার সময় রাঙামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রদত্ত এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, গত ২৪ সেপ্টেম্বর ২০২৪ইং তারিখে অনুষ্ঠিত জেলা আইন শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত মোতাবেক ২৫ সেপ্টেম্বর হতে ২৭ সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত ০৩ (তিন) দিন সাজেক পর্যটন কেন্দ্রে পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করার সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।
রাঙামাটি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক জোবাইদা আক্তার স্বাক্ষরিত পত্রে উল্লেখ করা হয়, সার্বিক পরিস্থিতি বিবেচনায় আরও ০৩দিন আগামী ২৮ সেপ্টেম্বর হতে ৩০ সেপ্টেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত পর্যটকদের সাজেকে ভ্রমনে নিরুৎসাহিত করা হলো। ইহা সকলের অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
উল্লেখ্য, চলতি মাসের গত ১৯ সেপ্টেম্বর পার্বত্য জেলা খাগড়াছড়িতে মামুন নামের এক যুবককে হত্যার ঘটনায় সংগঠিত সাম্প্রদায়িক ঘটনাকে কেন্দ্র করে রাঙামাটিতে ২০ সেপ্টেম্বর কোনো প্রকার উষ্কানী ছাড়াই মসজিদে হামলা করে উষ্কানি দিয়ে পাহাড়ি-বাঙ্গালী সংঘর্ষের ঘটনা ঘটে।
এসকল ঘটনায় পার্বত্য চুক্তি বিরোধী সংগঠন ইউপিডিএফ’র সমর্থনপুষ্ট জুম্ম পাহাড়ি ছাত্র-জনতার ডাকে পাহাড়ে ৭২ ঘন্টার সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচীর ডাক দেয়। এই কর্মসূচী পালনে সাজেকে যাওয়ার অন্তত ৬টি পয়েন্টে ভাংচুর চালানোয় সাজেকে অন্তত ১৫’শ পর্যটক আটকে পড়েছিলো।
এই ঘটনার পর সার্বিক পরিস্থিতি বিবেচনায় ২৫ থেকে ২৭ শে সেপ্টেম্বর পর্যন্ত সাজেকে পর্যটকদের ভ্রমনে তিনদিনের নিষেধাজ্ঞা জারি করে রাঙামাটি জেলা প্রশাসন। তারই ধারাবাহিকতায় পাহাড়ের চলমান পরিস্থিতিতে সার্বিক নিরপত্তা বিবেচনায় আরো তিনদিন নিষেধাজ্ঞার সময় বৃদ্ধি করেছে রাঙামাটি জেলা প্রশাসন কর্তৃপক্ষ।
গোলামুর রহমান-লংগদু : ক্ষমতাচ্যুত আওয়ামীলীগের ছত্রছায়ায়, দীর্ঘদিন যাবত সাধারন মানুষকে জিম্মি করে রেখেছিলেন লংগদু উপজ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শারদীয় দূর্গোৎসব পালনের জন্য কাপ্তাই সেনা জোন (অটল ছাপ্পান্ন) কর্তৃক সনাতনী ধর্মাবলম্বীদের বিভি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইসলামিক ফাউন্ডেশন (ইফা) রাঙামাটি জেলা কার্যালয়ের উদ্যোগে সকল ধর্মালম্বীদের নিয়ে সম্প্রীতি সমাবে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার ৪নং ওয়ার্ড পৌর যুবদলের আলোচনা সভা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙ্গামাটি জেলার রাজস্থলী পেশাদার সাংবাদিক সংগঠন উপজেলা প্রেসক্লাবের’ দ্বিবার্ষিক নির্বাচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটি কাউখালী উপজেলার বেতবুনিয়া এলাকা থেকে ৭০ লিটার চোলাই মদ ও পাচারকাজে ব্যবহারিক একটি সিএনজ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2024 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited