কাউখালীতে গুজব-উস্কানিমূলক পোস্ট বিষয়ে ছাত্র সমাজের মতবিনিময়


নিজস্ব প্রতিবেদক    |    ০১:১২ এএম, ২০২৪-০৯-২৭

কাউখালীতে গুজব-উস্কানিমূলক পোস্ট বিষয়ে ছাত্র সমাজের মতবিনিময়

কাউখালী উপজেলা ছাত্র সমাজের উদ্যোগে সমসাময়িক পরিস্থিতিতে সাম্প্রদায়িক সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ  করণে এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা তৈরিতে শিক্ষার্থীদের সাথে এক মতবিনিময় সভা বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত হয়। কাউখালী সরকারী কলেজের ছাত্র/ছাত্রীদের সাথে কলেজ মিলনায়তনে এ সভা অনুষ্টিত হয় । 

ছাত্র প্রতিনিধি ও সামাজিক সংগঠক মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্টিত এ সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন উমংসাই মারমা,মোঃ এরশাদ,মোঃ বাদশা ও রাশেদ প্রমুখ। 


সভায় বক্তারা বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব-উস্কানিমূলক পোস্ট হতে বিরত থাকা এবং অসাম্প্রদায়িক চেতনায় অনড় অবস্থানের বিষয়ে সচেতনতা তৈরি করতে যার যার অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। বক্তারা বলেন যেকোনো সংকট ও যোক্তিক সংগ্রামে কাউখালী উপজেলা ছাত্র সমাজ সর্বাত্নক সহযোগিতা করবে। ৎ


রাঙ্গামাটি জেলায় কাউখালী উপজেলার উজ্জ্বল অবস্থান নিশ্চিত করতে সকল শিক্ষার্থীদের সহযোগীতা কামনা করা হয়। এছাড়াও বর্তমান পরিস্থিতিতে ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনীয় সচেতন থাকার জন্য সকলের প্রতি আহবান জানানো হয়। এ সভায় কাউখালী সরকারী ডিগ্রি কলেজের বিভিন্ন শ্রেনীর প্রায় শতাধিক ছাত্র ছাত্রী অংশ গ্রহন করেন।