সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্থ মৈত্রী বিহারে রাঙামাটি জামায়াতের নেতৃবৃন্দ


আলমগীর মানিক    |    ০৭:৩৮ পিএম, ২০২৪-০৯-২৪

সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্থ মৈত্রী বিহারে রাঙামাটি জামায়াতের নেতৃবৃন্দ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, রাঙামাটি পার্বত্য জেলা আমীর অধ্যাপক আবদুল আলীম বিগত ২০ সেপ্টেম্বর সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্থ বৌদ্ধদের ধর্মীয় প্রতিষ্ঠান বনরুপাস্থ মৈত্রী বিহার মঙ্গলবার পরিদর্শন করেছেন।

এসময় তাঁর সাথে ছিলেন জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি জনাব মনচুরুল হক, পৌরসভা জামায়াতের অর্থ সম্পাদক হাফেজ মাওলানা আবুল বশর, জামায়াত নেতা জয়নাল আবেদিন,আব্দুর রাজ্জাক, শ্রমিক নেতা পারভেজ সহ আরো অনেকে।

অধ্যাপক আবদুল আলীম মৈত্রী বিহার পরিচালনা কমিটির সভাপতি ও অন্যান্য সদস্যদের সাথে মতবিনিময় করেন এবং সমবেদনা জ্ঞাপন করেন।  

এ সময় জামায়াতের জেলা আমীর অধ্যাপক আবদুল আলীম ক্ষতিগ্রস্ত ধর্মীয় প্রতিষ্ঠান গুলোকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার জন্য প্রশাসনকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।