পরিবহণ ধর্মঘটে রাঙামাটিতে কাঁচামাল ব্যবসায়ীদের ২কোটি টাকার ক্ষতি


নিজস্ব প্রতিবেদক    |    ০২:০৩ এএম, ২০২৪-০৯-২৩

পরিবহণ ধর্মঘটে রাঙামাটিতে কাঁচামাল ব্যবসায়ীদের ২কোটি টাকার ক্ষতি

রাঙামাটি ও খাগড়াছড়িতে চলমান অবরোধের কারণে আটকা পড়েছে বিভিন্ন উপজেলা থেকে আসা কাঁচামাল। ব্যবসায়ীরা এসব মালামাল জেলার বাইরে পরিবহণ করতে পারছেন না। অবরোধের কারণে কোন প্রকার ট্রাক, মিনিট্রাক না ছাড়ায় বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। ফলে প্রায় দুই কোটি টাকার মালামাল নষ্ট হচ্ছে বলে তারা জানান। শহরের ট্রাক টার্মিনাল এলাকায় বিভিন্ন উপজেলা থেকে ইঞ্জিন চালিত বোটে করে আসা কলা, জাম্বুরা, পেঁপেসহ বিভিন্ন কাঁচামাল বোটেই পঁচে নষ্ট হচ্ছে। 

কাঁচামাল ব্যবসায়ী মোঃ সোহেল জানান, শুক্রবার বিভিন্ন উপজেলা থেকে কাঁচামাল নিয়ে আসেন কৃষকরা। অবরোধের কারণে সেসব মালামাল জেলার বাইরে পরিহণ করা সম্ভব হয়নি। যার কারণে এসব পণ্য বোটেই পঁচে নষ্ট হচ্ছে। এতে প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান। ব্যবসায়ীরা জানান, শনিবার ট্রাক মালিক সমিতির নেতৃবৃন্দ ট্রাক দেয়ার ব্যাপারে সিদ্ধান্ত জানান। কিন্তু রাতেই তারা তাদের সিদ্ধান্ত থেকে সরে আসেন। এখন রোদে পুড়ে বোটেই মালগুলো নষ্ট হচ্ছে।

রাঙামাটি ট্রাক মিনিট্রাক সমিতির সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম জানান, বিগত সময়েও আন্দোলনের নামে আমাদের গাড়ি ভাংচুরসহ চালকদের মারধর করা হয়েছে। শুক্রবার ট্রাক, মিনিট্রাকসহ বেশ কয়েকটি গাড়ি ভাংচুর ও শ্রমিকদের হামলা করা হয়। কিন্তু আমরা এর কোনো প্রতিকার পাইনি। শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান তিনি।


রাঙামাটি ট্রাক, মিনিট্রাক মালিক সমিতির সভাপতি মোঃ নুরুজ্জামান জানান, প্রশাসন নিরাপত্তা দিলে কাঁচামাল ব্যবসায়ীদের যে কয়টি গাড়ি লাগে তা দেয়া হবে বলে জানান তিনি।