রাঙামাটিতে সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের মতবিনিময় চলছে


আলমগীর মানিক    |    ০১:২৫ পিএম, ২০২৪-০৯-২১

রাঙামাটিতে সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের মতবিনিময় চলছে

আলমগীর মানিক

খাগড়াছড়ির পাহাড়ি-বাঙ্গালির সংঘর্ষের রেশ পার্বত্য জেলা রাঙামাটি শহরে ছড়ানো, সাম্প্রদায়িক হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনায়  উদ্ভূত পরিস্থিতি  সরজমিনে পর্যবেক্ষণে রাঙামাটিতে এসেছেন স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বাধীন উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। 

বর্তমান অন্তবর্তীকালীন সরকারের তিন জন উপদেষ্টা সহ ডিজিএফআই, এনএসআই প্রধান, আইজিপি, সেনাবাহিনীর চট্টগ্রামের জিওসি, বিভাগীয় কমিশনার সহ সরকারের সংশ্লিষ্ট সকল বিভাগের কর্মকর্তাদের নিয়ে পাহাড়ের সার্বিক পরিস্থিতিতে রাঙামাটি সেনা রিজিয়নে মতবিনিময়ে অংশগ্রহণ করেন। 

এই  সভায় রাঙামাটির সরকারী বেসরকারি প্রতিষ্ঠানের প্রধানগণ, চাকমা সার্কেল চীব সহ বিভিন্ন রাজনৈতিক দলও আঞ্চলিক দলের প্রতিনিধিবৃন্দ এ মতবিনিময় সভায় অংশ নেন । 

এর আগে বেলা সোয়া ১২টায় উপদেষ্টাগণ সহ সামরিক ও প্রশাসনিক কর্মকর্তাগণ রাঙামাটির সেনা রিজিয়নের  প্রান্তিক হলে উপস্থিত হন।  বেলা সাড়ে ১২টার পর রাঙামাটির সকল স্টেক হোল্ডাদের নিয়ে মতবিনিময় সভা শুরু করেন। এখনো পর্যন্ত সভা চলছে।