যুবদলের দুই নেতাকে মেরে রক্তাক্তের প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ


নিজস্ব প্রতিবেদক    |    ০৩:৩৬ এএম, ২০২৪-০৯-১১

যুবদলের দুই নেতাকে মেরে রক্তাক্তের প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ

রাঙামাটিতে যুবদল নেতাদের উপর হামলার প্রতিবাদে রাঙামাটি শহরে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশ করেছে যুবদলের কয়েকশো নেতাকর্মী। 

মঙ্গলবার বিকেলে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা রাঙামাটি-চট্টগ্রাম প্রধান সড়ক প্রদক্ষিণ করে বনরূপাস্থ ট্রাফিক বক্সের সামনে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি ও পৌর কাউন্সিলর নুরুন্নবী’র সভাপতিত্বে উক্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন।

এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সহ-সভাপতি এ্যাডভোকেট পনির, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ইউছুপ চৌধুরী, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক নাজিম উদ্দিন পৌর যুবদলের আহবায়ক সিরাজুল মোস্তফা প্রমুখ। 

সমাবেশে বক্তারা বলেন, বিগত স্বৈরাচারি শেখ হাসিনার সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশের অন্যান্য জেলার ন্যায় রাঙামাটিতে উত্তপ্ত হওয়ার কথা থাকলেও আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে আওয়ামীলীগ নেতাকর্মীদের বাসাবাড়ি পাহাড়া দিয়ে বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছি। 

অথচ সেই আওয়ামীলীগের নেতাকর্মীও তাদের পরিবারের সদস্যরা বিএনপি ও অঙ্গসহযোগি সংগঠনের নেতাকর্মীদের নির্দয়ভাবে পিঠিয়ে রক্তাক্ত করে হাসপাতালে পাঠিয়েছে। এই ধরনের হামলার সাথে জড়িতের অবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে বিএনপি নেতৃবৃন্দ।