নিজস্ব প্রতিবেদক | ০১:২৬ এএম, ২০২৪-০৯-১১
রাঙামাটিতে ভারতীয় অবৈধ সিগারেটের রমরমা ব্যবসা নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন করায় প্রতিবেদক আলমগীর মানিককে নিজ ঘরে প্রবেশ করে হামলা চালিয়েছে রিয়াজুল হাকিম রাজু নামের এক বখাটে। হামলার সময় তার সাথে রাজুর চাচাতো ভাই ফারুকুল ইসলাম ইমনও উপস্থিত ছিলো।
মঙ্গলবার রাত ৯টা ১০ মিনিটের সময় রাঙামাটি শহরের রিজার্ভ বাজারের এসপি বাংলো সংলগ্ন এলাকায় আলমগীর মানিকের নিজ বসতঘরে এই হামলার ঘটনা ঘটনায় সন্ত্রাসীরা।
এই ঘটনায় আলমগীর মানিকের দুই শিশু সন্তানসহ পরিবারের সদস্যদের মাঝে আতঙ্কের সৃষ্টি হয়েছে। হামলাকারি রাজু কর্তৃক প্রাণনাশের হুমকিতে সকলের মাঝে উৎকন্ঠার সৃষ্টি হয়েছে।
সাম্প্রতিক সময়ে রাঙামাটি শহরে ব্যাপকহারে চাঁদাবাজির বিষয়টি নিয়ে দেশের প্রথমসারি গণমাধ্যমসহ বেশ কয়েকটি গণমাধ্যমে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করা হয়।
অতিসম্প্রতি রাঙামাটিতে ভারতীয় পন্যের রমরমা ব্যবসা; কোটি টাকার সিগারেটসহ আটক-১ শিরোনামে নিউজ প্রকাশ করা হয়। তারই ধারাবাহিকতায় শুল্কবিহীন ভারতীয় সিগারেট এর রমরমা ব্যবসাসহ এই ব্যবসাকে কেন্দ্র করে ব্যাপকহারে চাঁদাবাজি নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন করতে গিয়ে জনৈক অবৈধ সিগারেট ব্যবসায়ি দিদারকে বক্তব্যের জন্য ফোন দিলে প্রতিবেদকের উপর চরমভাবে ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার দিবাগত রাত ৯.১০ মিনিটে ফারুকুল ইসলাম ইমন ও রিয়াজুল ইসলাম রাজু আলমগীর মানিকের বাসায় উপস্থিত হয়।
এসময় কেন দিদারকে ফোন করা হয়েছে এবং দিদারকে চিনস কিনা প্রশ্ন করেই বিভিন্ন ধরনের কটুক্তিমুলক কথা বলতে থাকে। এতে করে আলমগীর মানিক প্রতিবাদ করলে নগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক রিয়াজুল হাকিম রাজু আলমগীর মানিকের গায়ের উপর উঠে আসার চেষ্ঠা করে। এসময় তাকে প্রতিহত করতে এগিয়ে গেলে সে ধাক্কা মেরে।
ঘটনাস্থলে আলমগীরের আরো দুই সহকর্মী উপস্থিত ছিলো তাদের বাধাঁয় রাজু ঘর থেকে বের হয়ে যাওয়ার সময় “মানিক সবর কর দেখেলইয়ুম তুরে” এই হুমকি দিয়ে চলে যায়। রাজুর এহের উদ্যত্তপূর্ন আচরণ আলমগীর মানিকের সিসিটিভিতে রেকর্ড রয়েছে।
বিগত সরকার পতনের পর অর্ন্তবর্তীকালীন সরকার ক্ষমতায় আসার এখনো ৩৫ দিন না পেরোতেই কতিপয় ছাত্রদল নেতার এহেন আচরণ তাদের ভবিষ্যত নিয়ে সাধারণ মানুষকে ভাবিয়ে তুলছে।
এদিকে, মঙ্গলবার রাতেই আলমগীর মানিকের বাসায় হামলার ঘটনাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ আলীকে মৌখিকভাবে মুঠোফোনের মাধ্যমে অবহিত করা হলে তিনি এই বিষয়ে উদ্বর্তন কর্তৃপক্ষের নজরে এনে লিখিত অভিযোগ থানায় দিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন।
চোরাচালানিদের বিরুদ্ধে নিউজ প্রকাশ করায় ছাত্রদল নেতা কর্তৃক সাংবাদিকের বাসায় হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন রাঙামাটি প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
এদিকে, রাঙামাটি নগর ছাত্রদলের আহবায়ক খায়রুল ইসলাম জানান, আমাদের দলীয় হাইকমান্ড নেতাকর্মীদের উচ্ছৃঙ্খল করতে নিষেধ করেছেন। এই নির্দেশনার পরেও যদি কেউ এই ধরনের হামলার ঘটনা ঘটায় তার বিরুদ্ধে দলীয় হাই কমান্ডের সাথে আলোচনা করে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
গোলামুর রহমান-লংগদু : ক্ষমতাচ্যুত আওয়ামীলীগের ছত্রছায়ায়, দীর্ঘদিন যাবত সাধারন মানুষকে জিম্মি করে রেখেছিলেন লংগদু উপজ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শারদীয় দূর্গোৎসব পালনের জন্য কাপ্তাই সেনা জোন (অটল ছাপ্পান্ন) কর্তৃক সনাতনী ধর্মাবলম্বীদের বিভি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইসলামিক ফাউন্ডেশন (ইফা) রাঙামাটি জেলা কার্যালয়ের উদ্যোগে সকল ধর্মালম্বীদের নিয়ে সম্প্রীতি সমাবে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার ৪নং ওয়ার্ড পৌর যুবদলের আলোচনা সভা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙ্গামাটি জেলার রাজস্থলী পেশাদার সাংবাদিক সংগঠন উপজেলা প্রেসক্লাবের’ দ্বিবার্ষিক নির্বাচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটি কাউখালী উপজেলার বেতবুনিয়া এলাকা থেকে ৭০ লিটার চোলাই মদ ও পাচারকাজে ব্যবহারিক একটি সিএনজ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2024 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited