আলমগীর মানিক | ১১:২৮ এএম, ২০২৪-০৯-০১
আলমগীর মানিক
অপহরণ, গুম, দূর্নীতিসহ চাঁদাবাজির তীব্রতর অবস্থা থেকে দেশকে রক্ষায় ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে অন্তবর্তীকালীন সরকার আসীন হয়ে দেশকে সংস্কারকর্মসূচী চালানোর সময় যেন উল্টো পথে হাটছে পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি।
দেশের এক দশমাংশ এলাকাজুড়ে পার্বত্য চট্টগ্রাম যেন উপজাতীয় চাঁদাবাজদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে।
তারই ধারাবাহিকতায় উপজাতীয় আঞ্চলিক দলগুলোর চার গ্রুপের দাবিকৃত দুই কোটি টাকা চাঁদা পরিশোধ না করায় মৌসুমের শুরুর দিন রোববার(০১ সেপ্টেম্বর-২৪ইং) মৎস্য আহরণ উৎসবে কাপ্তাই হ্রদে জাল ফেলতে পারেনি ৬০ শতাংশ জেলে। সকাল থেকেই রাঙামাটির স্থানীয় বাজারগুলোতে কাপ্তাই হ্রদের মাছের উপস্থিতি অন্যান্য বছরের মতো লক্ষ্য করা যায়নি।
স্থানীয় একাধিক মৎস্য ব্যবসায়ির সাথে কথা বলে জানাগেছে, দীর্ঘ ১২৭ দিন সরকারী সিদ্ধান্তে বন্ধ থাকার পর শনিবার মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদের বিভিন্ন পাহাড়ি ঘোনায় জাল ফেলতে যায় কয়েক হাজার জেলে।
কিন্তু পাহাড়ে সশস্ত্র তৎপরতায় লিপ্ত উপজাতীয় আঞ্চলিক সংগঠনের চারটি গ্রুপ তাদের নিয়ন্ত্রণাধীন এলাকাগুলোতে জেলেদের জাল ফেলতে নিষেধাজ্ঞা জারি করে। এসময় ভারী আগ্নেয়াস্ত্র নিয়ে মহড়াও দিয়েছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জেলে। তারা জানান, আমরা প্রাণভয়ে জাল না ফেলে শহরের নিকটবর্তী বাঙ্গালী জনবহুল এলাকায় চলে এসেছি।
ব্যবসায়িদের কয়েকজন এই প্রতিবেদককে জানান, প্রতিবছরের ন্যায় এবারও আমরা যথারীতি আঞ্চলিক দলগুলোর কাছ থেকে টোকেন কেটেছি। কিন্তু মাছ ধরার দিন তারা আমাদের কাছে চারটি গ্রুপের জন্য প্রায় দুই কোটি টাকা চাঁদা চেয়ে খবর পাঠায়।
দীর্ঘদিন মাছের ব্যবসা বন্ধ থাকার সময়ে জেলেদের প্রয়োজনীয় খরছ চালাতে হয়েছে। এরপর মাছ ধরার শুরুর প্রাক্কালে অন্যান্য বছরের ন্যায় ধারাবাহিক চাঁদাও পরিশোধ করেছি। কিন্তু ব্যবসার শুরুর দিনটাতে নতুন করে প্রতি গ্রুপের ৫০ লাখ টাকা চাঁদা দাবি করায় আমরা পথে যাওয়ার উপক্রম হয়েছে।
এদিকে, নিরাপত্তাবাহিনীর দায়িত্বশীল একাধিক সূত্র চাঁদা দাবির বিষয়টি নিশ্চিত করলেও এই বিষয়ে ব্যবসায়িরা-ই সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন।
রোববার সকালে কাপ্তাই মৎস্যজীবি সমিতির কয়েকজন নেতৃৃবৃন্দের সাথে যোগাযোগ করা হলে তাঁরা নাম প্রকাশ না করার শর্তে জানান, জেএসএস (সন্তু) সমর্থিত কিছু সদস্য কাপ্তাই মৎস্যজীবী সমবায় সমিতির নিকট হতে অতিরিক্ত বাৎসরিক চাঁদা দাবি করে। যা অন্যান্য বছরে তুলনায় অনেক বেশি। তাদের কথামতো চাঁদা না দেয়ায় জেলেদের মাছ ধরতে নিষেধ করে দেয়া হয়েছে। এরফলে জেলেরা মাছ ধরা থেকে বিরত রয়েছে।
কাপ্তাই মৎস্য উন্নয়ন কর্পোরেশনের উপকেন্দ্র প্রধান জসিম উদ্দিন সকাল সাড়ে ৭ টায় মুঠোফোনে স্থানীয় সাংবাদিককে বলেন, রোববার সকাল পর্যন্ত কাপ্তাই মৎস্য অবতরণ কেন্দ্রে কাপ্তাইয়ের জেলেরা কোন মাছ অবতরণ করেন নাই। কি কারনে জেলেরা মাছ ধরা হতে বিরত আছে তা জানি না।
খোঁজ নিয়ে জানাগেছে, মহালছড়ির একজন, রাঙামাটি শহরের রিজার্ভ বাজারের দুইজন ও কাপ্তাইয়ের দুইজন মিলে সর্বমোট ৫জন কালেক্টরের মাধ্যমে ব্যবসায়িদের সকল তথ্য সংগ্রহ করে উপজাতীয় সন্ত্রাসীরা মাছ ব্যবসায়িদের কাছ থেকে চাঁদা আদায় করে।
শনিবার দিবাগত মধ্যরাত থেকে রাঙামাটি শহর সংলগ্ন কাপ্তাই হ্রদের ওপারে বালুখালীর নীচ এলাকা, নানিয়ারচর রুট, কাপ্তাই লাইন এলাকা, কাইন্দা, চেমী লাইন এলাকায় কাপ্তাই হ্রদে জাল ফেলতে দেয়নি উপজাতীয় সন্ত্রাসীরা। রাতের বেলায় উক্ত এলাকাগুলোতে ভারী অস্ত্র নিয়ে টহল দিয়েছে বলেও একাধিক সুত্র নিশ্চিত করেছে।
বিষয়টি নিয়ে জানতে রাঙামাটিতে নৌ-পুলিশের দায়িত্বপ্রাপ্ত ইন্সপেক্টরের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমরা এই ধরনের কোনো খবর পাইনি কেউ আমাদেরকে এসব বিষয়ে কিছু জানায়নি।
প্রসঙ্গতঃ দীর্ঘ ১২৭ দিন বন্ধ থাকার পর শনিবার দিবাগত মধ্যরাত থেকে রাঙামাটি-খাগড়াছড়ির প্রায় ২৬ হাজার জেলে পরিবার কাপ্তাই হ্রদে মৎস্য আহরণে নামার কথা ছিলো।
মৌসুমের প্রথমদিনে উৎসবমুখর পরিবেশে কাপ্তাই হ্রদ থেকে বিপুল পরিমাণ মাছ আহরণের মাধ্যমে পাহাড়ের অর্থনীতি নতুনভাবে চাঙ্গা হয়ে উঠার কথা থাকলেও উপজাতীয় সশস্ত্র সন্ত্রাসীদের বিপুল অংকের চাঁদা পরিশোধ করতে নাপারায় প্রাণ রক্ষায় হ্রদে জাল ফেলেনি নীরিহ জেলেরা।
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা শিথিল করা হয়েছে। বৃহস্পতিবার (...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির দীঘিনালায় যৌথবাহিনীর অভিযানে দেশিয় অস্ত্রসহ এক ইউপিডিএফ কর্মীকে আটক হয়েছে বলে জানিয়ে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৈষম্যমূলক পার্বত্য কালো চুক্তি ও ব্রিটিশ হিলট্র্যাক্স ম্যানুয়েল ১৯০০ বাতিল করার দাবীতে আজ ঢাকা...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে যুবদল নেতাদের উপর হামলার প্রতিবাদে রাঙামাটি শহরে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশ করেছে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটি সদর উপজেলার কাপ্তাই হ্রদের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : আলমগীর মানিক রাঙামাটিতে অধ্যায়নরত মেডিকেল কলেজের শিক্ষার্থীরা তাদের স্থায়ী ক্যাম্পাসের দাবি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2024 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited