দীঘিনালায় দূর্গতদের মাঝে প্রশিকা ও রোভার স্কাউটের ত্রাণ বিতরন


নিজস্ব প্রতিবেদক    |    ০২:২৯ পিএম, ২০২৪-০৮-২৯

দীঘিনালায় দূর্গতদের মাঝে প্রশিকা ও রোভার স্কাউটের ত্রাণ বিতরন

খাগড়াছড়ির দীঘিনালায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ বিতরণ করেছে মানবিক উন্নয়ন সংস্থা প্রশিকা ও বাংলাদেশ স্কাউটস, খাগড়াছড়ি জেলা রোভার। বুধবার (২৮ আগস্ট) দুপুর ২টায় প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের প্রধান নির্বাহীর উপহার হিসেবে দীঘিনালার বোয়ালখালী বাজারস্থ প্রশিকার উপজেলা কার্যালয়ে সংস্থার ক্ষুদ্র ঋণ গ্রহণকারী অধিক ক্ষতিগ্রস্থ ১৪০ পরিবারকে এই সহায়তা প্রদান করা হয়।

এতে প্রতি প্যাকেজে ছিলো চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, লবন। এসময় উপস্থিত ছিলেন প্রশিকার শাখা ব্যবস্থাপক সুবিকাশ বড়ুয়া, জুনিয়ার হিসাব রক্ষক আরিফ হোসেন, দীঘিনালা কলেজের শিক্ষক প্রফেসর দুলাল হোসেন, দীঘিনালা প্রেস ক্লাবের সভাপতি মো. সোহেল রানা, সেক্রেটারি মো. আল আমিন, প্রশিকার সিনিয়র কর্মী নিধি চাকমা, পলাশ চাকমা ও লিজা রানী সাহা প্রমূখ।

এদিকে বাংলাদেশ স্কাউটস, খাগড়াছড়ি জেলা রোভারের সহযোগিতায় বুধবার বিকাল ৪টায় উপজেলার বোয়ালখালী ইউনিয়নের পুরাতন বাজার সরিষা বিল এলাকায় অধীক ক্ষতিগ্রস্ত ৬০ পরিবারকে ত্রাণ সহায়তা প্রদান করা হয়। দীঘিনালা কলেজের রোভার স্কাউট সদস্যরা ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়িতে বাড়িতে এই ত্রাণ পৌঁছে দেয়।

এসময় খাগড়াছড়ি জেলা রোভারের সম্পাদক মোঃ দুলাল হোসেন, জেলা রোভারের মিডিয়া টিমের প্রধান সমন্বয়ক আরএসএল দিদারুল আলম রাফি, পুরাতন বাজার যুব সমাজের সভাপতি মো. জাহেদুল ইসলাম উপস্থিত ছিলেন। ত্রাণ বিতরণ কার্যক্রমে সহযোগিতা করেছে কাপ্তাই নৌবাহিনী কলেজ ও স্থানীয় বিত্তশালীরা। তারা এই সহযোগিতা অব্যাহত রাখবেন বলে জানান।