কাউখালীর শ্রমিকলীগ নেতাকে পিটিয়ে হত্যা


আলমগীর মানিক    |    ০৭:০৪ পিএম, ২০২৪-০৮-২৮

 কাউখালীর শ্রমিকলীগ নেতাকে পিটিয়ে হত্যা

আলমগীর মানিক

রাঙামাটির কাউখালী উপজেলাধীন বেতবুনিয়া ইউনিয়ন শ্রমিকলীগ নেতা আব্দুল মান্নানকে অজ্ঞাতনামা দুবৃর্ত্তরা পিটিয়ে মেরে ফেলছে। বুধবার দুপুরে রাউজানে দূর্বৃত্তরা পিটিয়ে হত্যা করে বলে স্থানীয় সূত্রে জানাগেছে।

নিহত আব্দুল মান্নান আওয়ামীলীগের সহযোগি সংগঠন বাংলাদেশ শ্রমিকলীগ বেতবুনিয়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন বলে জানাগেছে। 
জানা গেছে, রাঙামাটি জেলার কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়ন শাখার শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মান্নান (৩২), পিতা মৃতঃ কবির আহমদ,সাং- ডাকবাংলো পুরানবস্তি।  


সে বুধবার দুপুরে কাউখালী উপজেলার পার্শ্ববর্তী রাউজান উপজেলার জলীল নগর বাস স্টেশন (মদের মহল) গেলে অতর্কিতভাবে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাকে ঘিরে পেলেন এবং মারধোর শুরু করেন এক পর্যায়ে মান্নান মাটিতে লুটিয়ে পড়েন। পরে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাকে দুপর বেলা সিএনজি অটোরিকশা করে কাউখালী উপজেলার বেতবুনিয়া গুইয়াতল নামক স্থানে ফেলে রেখে যায়।  


এ সময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি বেতবুনিয়া ইউপির ৩নং ওয়ার্ডের মেম্বার মোঃ জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।  


এ ব্যাপারে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব চন্দ্র কর বলেন, আমরা বিষয়টি শুনেছি। তিনি বলেন, উক্ত ঘটনাটি চট্টগ্রামের রাউজান থানা এলাকায় সংগঠিত হয়েছে। তারপরও আমরা বিষয়টি নিয়ে খোঁজ খবর নিচ্ছি।