পার্বত্য উপদেষ্টার পদত্যাগের দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল-সমােবশ


নিজস্ব প্রতিবেদক    |    ০৩:১৪ পিএম, ২০২৪-০৮-২৮

পার্বত্য উপদেষ্টার পদত্যাগের দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল-সমােবশ

অন্তর্বর্তী সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমার পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে খাগড়াছড়ি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বুধবার (২৮ আগস্ট) দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে খাগড়াছড়ি পৌরসভার সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভকারীরা খাগড়াছড়ি শহরের চেঙ্গী স্কোয়ার মোড় প্রদক্ষিণ করে কোর্ট বিল্ডিং এলাকা ঘুরে মুক্তমঞ্চে এসে সমাবেশ করে।

বিক্ষোভ সমাবেশ থেকে গত শুক্রবার খাগড়াছড়ি সফরকালে সুশীল সমাজের সঙ্গে মতবিনিময়কালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বাঙালি জাতিকে হেয় করে অ-পাহাড়ি বলে বক্তব্য প্রদান করেন। বাঙালি জাতিকে অ-পাহাড়ি আখ্যা দেয়া উদ্দেশ্য প্রণোদিত। এ বক্তব্যের প্রতিবাদ জানিয়ে অবিলম্বে সুপ্রদীপ চাকমার পদত্যাগের দাবি জানানো হয়।

অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি রফিকুল ইসলাম ও পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ।