পৌরমেয়র আকবরের পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ


ড. মিল্টন বিশ্বাস    |    ০৩:৩২ পিএম, ২০২৪-০৮-১৮

পৌরমেয়র আকবরের পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

স্বৈরাচারি শেখ হাসিনা সরকারের আমলে অবৈধভাবে ক্ষমতা দখল করে অনিয়ম-দূর্নীতির আখড়ায় পরিণত করা রাঙামাটির দুই পৌর মেয়রের পদত্যাগের দাবিতে টানা বিক্ষোভ কর্মসূচী পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বিএনপির নেতাকর্মীরা।

বৈষম্য বিরোধী আন্দোলনের সময় নিজে স্বশরীরে উপস্থিত থেকে নেতৃত্ব দেওয়াসহ শিক্ষার্থীদের মারধরের অভিযোগে রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেনকে মেয়রের পদ থেকে পদত্যাগের জন্য বেধে দেওয়া সময়সীমা অতিক্রম হওয়ার পর রোববার দুপুর থেকে রাঙামাটি-চট্টগ্রাম সড়ক অবরোধ করে আন্দোলন কর্মসূচী পালন করছে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা।

এসময় তারা জানান, রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী স্বৈরাচারি শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার নেতৃত্ব দিয়েছেন।
 এছাড়াও বিগত সময়ে মেয়র আকবরের বিরুদ্ধে ব্যাপক দূর্নীতির অভিযোগও উঠে। যা দূর্নীতি দমন কমিশন দুদক কর্তৃপক্ষ প্রাথমিক সত্যতা পেয়ে মামলার প্রক্রিয়াধীন রেখেছে।

এমতাবস্থায় সারাদেশ সংস্কারের অংশ হিসেবে রাঙামাটিতে মেয়র আকবর হোসেন চৌধুরীর পদত্যাগের দাবিতে আন্দোলনে নেমেছে নির্যাতিত শিক্ষার্থীরা। রোববার দুপুর ১২ টা পর্যন্ত মেয়র আকবরকে পদত্যাগের জন্য সময়সীমা বেধে দেওয়া হয়েছিলো। কিন্তু এই সময়ে মধ্যে আকবর পদত্যাগ না করায়, দুপুর দেড়টা থেকে পৌরসভার সামনে জড়ো হতে থাকে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা।

এক পর্যায়ে বেলা তিনটার সময় আন্দোলনকারি শিক্ষার্থীরা পৌরসভার সামনের রাঙামাটি-চট্টগ্রাম সড়কের উপর ব্যারিকেট দিয়ে বসে অবরোধ সৃষ্টি করে বিভিন্ন শ্লোগান দিতে থাকে।

এসময় শিক্ষার্থীরা, একদফা দাবিতে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা রাঙামাটি পৌরসভা মেয়ের পদত্যাগ দাবি করেন। আন্দোলনকারি শিক্ষার্থীরা জানায়, যতক্ষণ পর্যন্ত মেয়র আকবর হোসেন চৌধুরী পদত্যাগ করবে না ততক্ষণ পর্যন্ত শিক্ষার্থীরা তাদের আন্দোলন চালিয়ে যাবে।
 
এদিকে অবস্থান কর্মসূচী চলাকালীন পৌরসভার সকল কার্যক্রম বন্ধ সহ পৌরসার কোনো কর্মকর্তা কর্মচারীকে অফিসে দেখা যায়নি।