শেখ হাসিনার পালানোর খবরে রাঙামাটির রাজপথে হাজারো মানুষের উচ্ছ্বাস


আলমগীর মানিক    |    ০৫:৩১ পিএম, ২০২৪-০৮-০৫

শেখ হাসিনার পালানোর খবরে রাঙামাটির রাজপথে হাজারো মানুষের উচ্ছ্বাস

আলমগীর মানিক


ছাত্র জনতার ব্যাপক আন্দোলনের মুখে শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে দিয়ে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার খবর শুনে কয়েক হাজার মানুষ উচ্ছ্বাস প্রকাশ রাঙামাটি শহরের রাস্তায় নেমে এসেছে। 


শহরের বিভিন্ন স্থান থেকে বিএনপির নেতাকর্মীরা ও সাধারণ জনগণ দলে দলে রাঙামাটি শহরের রাস্তায় নেমে স্বৈরাচার বিরোধী বিভিন্ন শ্লোগান দেওয়ার পাশাপাশি উচ্ছ্বাস প্রকাশ করতে করতে রাঙামাটি জেলা বিএনপির কার্যালয়ের সামনে অবস্থান নেয়। 


এদিকে নেতাকর্মীদের শান্ত থাকতে নির্দেশনা দিয়েছেন রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন। ভিডিও বক্তব্যে তিনি বলেন, ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে স্বৈরাচার শেখ হাসিনাতে ক্ষমতার মসনদ থেকে নামানো হয়েছে। 


দেশ ছেড়ে দিয়ে পালিয়ে যাওয়ার খবর পেয়ে দীর্ঘদিন ধরে বন্দীর মতো জীবনযাপন করা নেতাকর্মীদের বাধঁ ভাঙ্গা উচ্ছ্বাস যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার জন্ম না দেয় সে বিষয়ে সকলকে সতর্ক থাকার আহবান জানিয়েছেন রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মামুন।